ধনিছড়া এডিসি ভিলেজে মাতৃদুগ্ধ সেবন কেন্দ্র স্থাপন, ব্যতিক্রমী উদ্যোগ ইনচার্জের

পেঁচারথল আরডি ব্লকের অন্তর্গত ধনিছড়া এডিসি ভিলেজে মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপনের ব্যতিক্রমী উদ্যোগ।

Aug 3, 2024 - 03:07
 0  121
ধনিছড়া এডিসি ভিলেজে মাতৃদুগ্ধ সেবন কেন্দ্র স্থাপন, ব্যতিক্রমী উদ্যোগ ইনচার্জের
পেঁচারথল ব্লকের অন্তর্গত দক্ষিণ ধনিছড়া এডিসি ভিলেজে মাতৃদুগ্ধ সেবনকেন্দ্র স্থাপন।

দ্যা ফ্যাক্ট : ব্যতিক্রমী এবং সুন্দর উদ্যোগগুলোর সূচনা কখনো কখনো ছোট পরিসরেই হয়ে থাকে। যে সূচনাগুলোর প্রয়োজন হয় তো বৃহৎ পরিসরে বৃহৎ জগতে রয়েছে। তার বাস্তবায়ন নিয়ে পরিকল্পনার সূচনা হয়তো এই ছোট পরিসর থেকেই হতে পারে। রাজ্যের প্রত্যন্ত এলাকার দক্ষিণ ধনিছড়া ভিলেজ কমিটিতে ইনচার্জ শুভাশিস সিনহার উদ্যোগে মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করা হলো ধনিছড়া এডিসি ভিলেজে। পেঁচারথল আরডি ব্লকের অন্তর্গত এই ভিলেজ কমিটিতে মাতৃবান্ধব এক ব্যতিক্রমী উদ্যোগ হয়তো পথ দেখাবে বৃহৎ রাষ্ট্রীয় ব্যবস্থাকে। 

                      বিশেষ করে গ্রামীন এলাকাগুলোতে গ্রাম পঞ্চায়েত অথবা ভিলেজ কমিটিতে বিভিন্ন সরকারি পরিষেবা নেওয়ার ক্ষেত্রে অনেক মায়েরাই তাদের ছোট্ট সন্তানদের নিয়ে আসা-যাওয়া করেন। কখনো নিজের প্রয়োজনের তাগিদে, আবার কখনো সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে। ভিড়ে ঠাসা এই দপ্তর গুলোতে ছোট সন্তানদের মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় মায়েদের। কখনো হয়তো বা আঁচলে ঢেকে, কখনো পেছন ফিরে আবার হয়তো বা কখনো চোখ ফিরিয়ে সন্তানকে দুধ পান করান মায়েরা। সমাজের বৃহ অংশেরঅংশের মানুষ এই পরিস্থিতিটাকে অত্যন্ত সম্মানের নজরেই দেখেন। কিন্তু কখনো কখনো কুৎসিত দৃষ্টিগুলোকে উপেক্ষা করেই সন্তানকে মাতৃদুগ্ধ পান করান মায়েরা। বাস্তব এই পরিস্থিতি চোখের আড়াল হয়নি দক্ষিণ ধনিছড়া এডিসি ভিলেজের ইনচার্জ শুভাসিস সিনহার। একদিন গ্রাম সভাতে এক শিশু মায়ের কোলে প্রচন্ড কান্নাকাটি করছিল। ইনচার্জ মাকে বলেছিলেন তার কান্না থামানোর জন্য। কিন্তু বাস্তবে মা শিশুটির কান্না থামাতে পারেননি। শুভাশিস সিনহা বলেন তিনি সারারাত চিন্তা করেছেন এই বিষয়টি। তখনই তার অনুভব হয়েছে একজন মা সন্তানকে দুধ পান না করাতে পারার সমস্যাটি। তিনি নিজে উদ্যোগ নিয়েছেন এডিসি ভিলেজে মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করার। নিজ খরচেই বাজার থেকে কাপড় কিনে স্থাপন করেছেন মাতৃদুগ্ধ পান কেন্দ্র। সচিবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্যাঁচার থল আর ডি ব্লকের ভিডিওসহ অন্যান্যরা। একটি ছোট এডিসি ভিলেজে ইনচার্জের উদ্যোগে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত মাতৃবান্ধবের একটি নজির। এই পদক্ষেপ গ্রহণ করার পর যে সমস্ত মায়েরা শিশুদের নিয়ে দক্ষিণ ধনিছড়া এডিসি ভিলেজে আসেন প্রয়োজনে এখন শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে আর কোন সমস্যা সম্মুখীন হতে হয় না বলে জানিয়েছেন ইনচার্জ শুভাশিস সিনহা। সমস্ত দপ্তরে এই পরিকাঠামো গড়ে তুললে হয়তো একটি শিশু মার সাথে সরকারি দপ্তরে এসে দুধের অভাবে কষ্ট পাওয়া থেকে নিস্তার পাবে। তৈরি হবে মাতৃদুগ্ধ বান্ধব সরকারি দপ্তর। যা অত্যন্ত সম্মান এবং গর্বের একটি উদ্যোগ হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow