অস্থির বাংলাদেশ,সীমান্তে BSF এবং TSR যৌথ পেট্রোলিং চলছে, জানালেন SP
বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে অনুপ্রবেশ রুখতে সীমান্তে বিএসএফ ও টিএসআর যৌথ পেট্রোলিং জারি।
দ্যা ফ্যাক্ট : বাংলাদেশের অস্থির পরিস্থিতি। ত্রিপুরার পশ্চিম জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতে গ্রহণ করা হয়েছে বিশেষ নজরদারি। সীমান্তরকি বাহিনীর পাশাপাশি টিএসআর সীমান্তে পেট্রোলিন দিচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।
বাংলাদেশ সরকারের পতন হওয়ার পর চরম অস্থিরতা দেখা দিয়েছে। খুন, লুটপাট, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ওপর আক্রমণ লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতের প্রবেশ করার চেষ্টা করেছে। সীমান্তরক্ষী বাহিনী যদিও তাদের ফিরিয়ে দিয়েছে বাংলাদেশে।
একিভাবে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতে অনুপ্রবেশ না হয় তার জন্য সীমান্ত রক্ষী বাহিনী কড়া নজরদারি করছে। সীমান্ত রুক্ষী বাহিনীর সাথে টিএসআর জোয়ানরাও সীমান্তে যৌথ পেট্রলিং করছে বলে জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। তিমি জানান সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
What's Your Reaction?