'নেশা নয় কাজ চাই' এই স্লোগানকে সামনে রেখে আগরতলা যুব কংগ্রেসের মিছিল

রাজ্যের নেশার বাড়ন্তকে কেন্দ্র করে সরকারি হস্তক্ষেপ দাবি করে এবং সরকারি চাকরির দাবিতে যুব কংগ্রেসের উদ্যোগে আগরতলায় সংগঠিত হয়েছে মিছিল।

Oct 21, 2024 - 23:35
Oct 21, 2024 - 23:35
 0  6
'নেশা নয় কাজ চাই' এই স্লোগানকে সামনে রেখে আগরতলা যুব কংগ্রেসের মিছিল
জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আগরতলা শহরে সুদীর্ঘ মিছিল।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- নেশা নয়, কাজ চাই"—এই স্লোগানকে সামনে রেখে যুব কংগ্রেস আজ আগরতলার রাস্তায় মিছিল সংগঠিত করেছে। সদর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল বেকারত্ব এবং যুবসমাজের মধ্যে নেশার আসক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়া।

মিছিলের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা , শাহাজান ইসলাম এবং অন্যান্যরা। তারা দাবি করেছেন যে বর্তমান সরকারের তরফ থেকে যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ব্যবস্থা করা হয়নি। নেতারা জানান, নেশার মাধ্যমে যুবসমাজকে বিভ্রান্ত না করে, তাদের জ কেন্য কর্মসংস্থানের উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে হবে।

মিছিলকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিক্রমা করেন এবং সরকারের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। যুব  কংগ্রেসের বক্তব্য, তরুণ সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। এছাড়াও, নেশা বিরোধী সচেতনতা গড়ে তোলার জন্য তারা আরও প্রচার চালানোর পরিকল্পনা করছেন।

এই আন্দোলনের মাধ্যমে যুব কংগ্রেস আরও জানিয়েছে যে, তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে, যাতে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা যায় এবং নেশার কবল থেকে মুক্তি দেওয়া যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow