গুন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত বাঙালি পরিবারগুলোর জন্য পর্যাপ্ত সরকারি সহযোগিতা চাইল CPI(M)
গন্ডা ছড়ায় সাম্প্রদায়িক আগুনে নিঃস্ব হওয়া পরিবারগুলোকে সর্বোচ্চ সরকারি সহযোগিতা চাইল জিতেন্দ্র চৌধুরী।

দ্যা ফ্যাক্ট : সাম্প্রদায়িক হিংসার জেরে গন্ডা ছড়ায় দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত বাঙালি পরিবারকে উপযুক্ত সাহায্য প্রদানের দাবি করল সিপিআই(এম)। পাশাপাশি এই ঘটনাটি পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ আনলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক যতীন্দ্র চৌধুরী।
সম্প্রতি গণ্ডা ছড়াতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক আগুনে ভূষিত হয়ে গেছে দেড় শতাধিক বাঙালি বাড়ি ঘর। ঘটনা সূত্রপাত হয়েছিল আনন্দমেলা থেকে। সেখানে জুয়ার আসরে দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলাকে কেন্দ্র করে দুর্ঘটনা কবলে পড়ে মৃত্যু হয়েছিল এক উপজাতি যুবকের। এরপরই সাম্প্রদায়িক হিংসার আগুনে বাঙালি অর্ধশিত এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে দেড়শতাধিক বাড়িঘর। এই ঘটনা সম্পর্কে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন এটি নিছক কোন দুর্ঘটনা নয়। পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্পদ ক্ষয়ক্ষতির পরিসংখ্যান সঠিকভাবে করা হচ্ছে না বলে অভিযোগ করলেন শ্রী চৌধুরী। তিনি দাবি করেন সম্পদ ক্ষয়ক্ষতির বিষয়টি সঠিকভাবে হিসেব করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শিবিরে থাকা অবস্থায় ছেলেমেয়েদের পড়াশুনা, স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত বিষয় সুনিশ্চিত করতে হবে সরকারকে। এইদিন জিতেন্দ্র চৌধুরী এই ধরনের উশৃংখল পরিস্থিতির ক্ষেত্রে জনগণ এবং সরকারকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন।
What's Your Reaction?






