রাজ্যের যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস
ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় সরকারি এবং দেড় সপ্তাহের স্তরে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি সামাজিক কর্মসূচি হাতে নিতে দেখা গেছে বিভিন্ন সংস্থা এবং দপ্তরের তরফে।

দ্যা ফ্যাক্ট :- গোটা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস। শুক্রবার রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আসাম রাইফেল মাঠে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
সমগ্র ত্রিপুরাতে শুক্রবার সরকারি এবং বেসরকারি স্তরে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান, সামাজিক কর্মসূচি এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস। আগরতলার আসাম রাইফেলস মাঠে স্বাধীনতা দিবসের সূচনা করে রাজ্যের অগ্রগতি এবং উন্নয়নের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। পাশাপাশি বৃহস্পতিবার ভাঙমুনে দুই জন সন্ত্রাসবাদি গ্রেফতারের বিষয়ে পুলিশের সক্রিয়তাকে প্রাধান্য দিলেন তিনি। পরামর্শ দিলেন ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করেছে।
অন্যদিকে মোহনপুর মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস পালন করা হয়েছে মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এখানেও জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের সূচনা করেছেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। এদিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান, খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে অস্ত্র প্রদর্শনী করা হয়েছে এদিন। সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে মহকুমা এলাকার সাংবাদিকদের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ অন্যান্যরা।
What's Your Reaction?






