উচ্ছেদ অভিযান অমানবিক বললেন জিতেন্দ্র, রাজনীতি না করার নসিহত মুখ্যমন্ত্রীর
সম্পত্তি লেইক চৌমুহনি বাজারে অভিযান চালিয়ে সরকারি জমি থেকে তুলে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। শুক্রবার এই এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

দ্যা ফ্যাক্ট :- লেইক চৌমুহনি বাজারে সরকারি জমি থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনাকে অমানবিক বলে আখ্যায়িত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পক্ষান্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গোটা ঘটনার প্রসঙ্গে বিরোধীদের রাজনীতি না করার নসিহত দিলেন।
সম্প্রতি লেইক চৌমুহনি বাজার সংলগ্ন এলাকায় সরকারি জমি দখল করে যে সমস্ত দোকানপাঠ গড়ে উঠেছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। তারপরেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা এলাকা পরিদর্শন করেছেন। সমালোচনা করেছেন পুর নিগম এবং সরকারের ভূমিকাকে কেন্দ্র করে। শুক্রবার এই এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই ধরনের ঘটনাকে সম্পূর্ণ অমানবিক বলে আখ্যায়িত করলেন জীতেন্দ্র চৌধুরী।
অন্যদিকে বিরোধী দলের এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বলেছেন বামেদের আমলেও এই ধরনের উচ্ছেদ অভিযান সংঘটিত হয়েছে।
অন্যদিকে আগরতলা পুর নিগমের মেয়র বলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি ভেবে দেখা হচ্ছে। বর্তমানে লেইক চৌমুহনী বাজারের এই উচ্ছেদ অভিযান ইসু শাসক এবং বিরোধীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই ক্ষেত্রে পরিণত হয়েছে।
What's Your Reaction?






