মাথায় নেই হেলমেট,নাম্বার বিহীন বাইক নিয়ে প্রকাশ্যে ঘোরছেন পুলিশ বাবু
সাধারণ মানুষের জন্যই যতসব কঠোর আইন।পুলিশের জন্য সাতখুন মাফ। লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ বাবুদের বেআইনি ভাবে বাইক চালানোর ঘটনায় এই মনোভাব পোষণ করছেন এলাকাবাসী।

দ্যা ফ্যাক্ট :- নাম্বার বিহীন বাইক, মাথায় নেইয় হেলমেট! দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন লেম্বুছড়া ফাড়ির পুলিশ বাবুরা। আরক্ষা দপ্তরের বাইকের সামনের নাম্বার প্লেট না থাকলেও জরিমানা করার মত নেই কেউ। পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রে হেলমেট ছাড়া যাতায়াতে যেমন আইনি বিধি নিষেধ রয়েছে পুলিশ বাবুদের ক্ষেত্রে তার কোন বালাই নজরে আসছে না লেম্বুছড়ায়।
লেম্বুছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন সাব ইন্সপেক্টর সন্তোষ দেববর্মা। তিনি আরক্ষা দপ্তরের বাইক নিয়ে এলাকায় নিয়মিত পেট্রোলিং এ যান। যে বাইকটি নিয়ে এলাকায় যাতায়াত করতে দেখা গেছে এই বাইকটি আরক্ষ্য দপ্তরের সুপার স্প্লেন্ডার বাইক। আশ্চর্যের বিষয় হলো বাইকের সামনের নাম্বার প্লেট উধাও। পাশাপাশি সন্তোষ দেববর্মা সহ বাইকে ছিলেন অপর এক কনস্টেবল। কারুর মাথায় ছিল না হেলমেট। যেখানে সাধারণ মানুষকে নাম্বার প্লেটের জন্য হেলমেটের জন্য মোটা অংকের ফাইন করা হয় সেই জায়গায় উর্দি গায়ে জড়িয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন দুই পুলিশ কর্মী। প্রশ্ন উঠছে আইন ভঙ্গকারী এই পুলিশ কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে তো পুলিশ?
What's Your Reaction?






