গোল বাজার নিয়ে লেখা বই আত্মপ্রকাশের অপেক্ষায়

গোল বাজারের সৃষ্টি এবং ইতিহাস নিয়ে বই লিখলেন জ্যোতির্ময় দাস

Feb 29, 2024 - 03:14
 0  93
গোল বাজার নিয়ে লেখা বই আত্মপ্রকাশের অপেক্ষায়
আগরতলার গুলবাজার শীর্ষক বইয়ের প্রচ্ছদ।

দ্যা ফ্যাক্ট:- রাজ্যের মহারাজগঞ্জ বাজার একটি অত্যন্ত জনপ্রিয় এবং ব্যস্ততম বাজার। রাজ্যের সর্ববৃহৎ বাজার গুলোর মধ্যে এটি একটি। আগরতলা শহরে রাজ আমল থেকে এই বাজারের খ্যাতি রয়েছে। এই মহারাজগঞ্জ বাজার যাকে অনেকেই গোলবাজার নামে চেনেন তাকে নিয়ে একটি বই লিখেছেন জ্যোতির্ময় দাস। যার নামকরণ করা হয়েছে আগরতলার গোলবাজার (মহারাজগঞ্জ বাজারের সূচনাপর্ব)। লেখক জ্যোতির্ময় দাস জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে এই বই আসতে চলেছে আগরতলা বইমেলাতে। এই বইয়ে থাকবে গোলবাজারের সৃষ্টি থেকে শুরু করে শুরুতে বিভিন্ন সামগ্রীর মূল্য এবং বিভিন্ন তথ্য সমূহ। রাজ্যের মানুষের কাছে অত্যন্ত পছন্দের ও প্রয়োজনীয় বাজার হিসে গোলবারের কদর কিন্তু আকাশ চুম্বি।আর এই বাজার নিয়ে যখন কোন বই লেখা হবে সেই বই নিয়মিত পাঠকদের গুন্ডি পেরিয়ে বাজারের গ্রাহকদের হাতে পৌঁছে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow