দেহের আকৃতি নিয়ে গৃহবধূকে কটাক্ষ অটোচালকের
গৃহবধূর দেহ নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে অটো চালকের বিরুদ্ধে। আগরতলা বামুটিয়া সড়কের অটোচালক গৌতম দেবনাথের বিরুদ্ধে এই অভিযোগ।

দ্যা ফ্যাক্ট :- রাত্রিবেলা অটোতে চেপে বাড়ি ফেরার পথে গৃহবধূকে দেহ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিয অটো চালকের বিরুদ্ধে। ঘটনা্যn আগরতলা বামুটিয়া সড়কে। অভিযুক্ত অটো চালকের নাম গৌতম দেবনাথ। গৃহবধুর দাবী অভিযুক্তকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন
আগরতলা বামুটিয়া সড়কে যে সমস্ত অটো প্রতিদিন যাত্রী পরিষেবা দিচ্ছে সব কটা অটো অবৈধভাবে যাতায়াত করছে। কারণ অটোগুলোর পারমিট শালবাগান পর্যন্ত। কিন্তু এরা অবৈধভাবে লেইক চৌমুহনী পর্যন্ত যাত্রী পরিষেবা দিচ্ছে। এই অবৈধ যাত্রী পরিষেবা দিতে গিয়ে শুক্রবার রাতে এক গৃহবধূকে তার দেহ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে অটো চালকের বিরুদ্ধে। টিআর ০১ জে ২৭৭৯ নাম্বারের অটো চাল গৌতম দেবনাথ লেইক চৌমুহনী থেকেই গৃহবধুর দেহ নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেছিলেন বলে অভিযোগ। গান্ধীগ্রামে অপর এক মহিলা যাত্রী অটো থেকে নেমে যাওয়ার পর অটোতে আরো তিনজন পুরুষ যাত্রী ছিলেন। গান্ধীগ্রাম থেকে ভোগজোর পর্যন্ত আসার সময় একা এই গৃহবধূকে বিভিন্নভাবে তার দেহ ইঙ্গিত করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ করেছেন ওই গৃহবধূ। বিশেষ করে গৃহবধূকে মোটা আখ্যা দিয়ে বিভিন্ন আপত্তিকর কথা বলার অভিযোগ উঠেছে অটো চালকের বিরুদ্ধে। ভোগজোর এলাকায় আসার পর গৃহবধূর স্বামী এই বিষয় নিয়ে অটো চালককে প্রশ্ন করলে তিনি জানিয়ে দেন এই বিষয়ে সিন্ডিকেটে গিয়ে কথা বলার জন্য। প্রশ্ন উঠছে রাতের আঁধারে অটোর ভেতর একজন অটোচালক একা একজন মহিলা যাত্রীকে এইভাবে মানসিক হেনস্থা করার সাহস পায় কিভাবে? দাবি উঠছে অটোচালকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।
What's Your Reaction?






