বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী প্রয়োজন, দাবি ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্তের
বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের বাঁচাতে শান্তি রক্ষা বাহিনী মোতায়েনের দাবি উঠলো ইউনাইটেড ন্যাশনে। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত।
দ্যা ফ্যাক্ট :- "বাংলাদেশে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলোতে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে"। কারণ বর্তমান বাংলাদেশ একটি মিনি পাকিস্তানে পরিণত হয়েছে। হিন্দু শহর সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষদের ওপর চলছে নির্মম অত্যাচার। যুক্ত ওই দেশের সেনাবাহিনী পর্যন্ত। শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করলেন ইউনাইটেড হিন্দু এলায়েন্সের তরফে ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর গোটা দেশজুড়ে অরাজকতার শুরু হয়েছে। বিশেষ করে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর চলছে নির্মম অত্যাচার। ধর্মান্তরিতকরণ, খুন, জমি দখল সহ নানাভাবে প্রতিনিয়ত চলছে অত্যাচার। এমনকি ওই দেশের সেনাবাহিনীর ওপরও এই ধরনের নিকৃষ্টতম কার্যকলাপের অভিযোগ করতে শুরু করেছে।
শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে বাংলাদেশের নাগরিক তথা ইউনাইটেড হিন্দু অ্যালাইন্সের সদস্যা এবং ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত অভিযোগ করেন হিন্দু এবং অন্যান্য সম্পদায়ের মানুষদের উপর নির্মম অত্যাচার জারি রয়েছে। চিন্ময় প্রভুর ওপর মিথ্যা মামলার বিষয়টি উত্থাপন করা হয়েছে এদিন। তিনি অভিযোগ করেন প্রতিদিন হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘরে ঢুকে নির্মম অত্যাচার আক্রমণ সংঘটিত হচ্ছে। ধর্ষণ খুন প্রতিনিয়ত লেগেই রয়েছে। ওই দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনা এইসব নিয়ন্ত্রণে কোন ভূমিকা নিচ্ছেনা বলে অভিযোগ আনলেন তিনি। শ্রীমতি গুপ্ত আরো অভিযোগ করেন বাংলাদেশ হিন্দুদের ভারতের দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে। এমনকি হিন্দুদের ভারতে চলে আসার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরো অভিযোগ করেন বর্তমানে বাংলাদেশকে অবৈধভাবে দখল করেছে ইউনুস এবং তার দল। তাদের সঙ্গে যুক্ত হয়েছে জামায়েত ইসলামী এবং হিযবুত তাহরী নামে দুটি জঙ্গি সংগঠন। বর্তমানে বাংলাদেশে শুধু সনাতনীরা নয়, শিক্ষক-শিক্ষিকা, মুক্তিযোদ্ধা, নিরপেক্ষ বুদ্ধিজীবী সমস্ত অংশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন পুষ্পিতা গুপ্ত।
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়েছে বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘু অর্ধশিত অঞ্চলগুলোতে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করার জন্য। পাশাপাশি ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০০০ স্কয়ার মাইল জমি দখল করে নিয়েছে ওই দেশের মুসলিম জনগণ। তাদের কাছ থেকে এই জমি পুনরুদ্ধারের দাবি করা হয়েছে এদিনের এই সাংবাদিক সম্মেলনে। অন্যদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাংলাদেশকে বাদ দেওয়ারও দাবি উত্থাপন হয়েছে এদিন। এই সাংবাদিক সম্মেলনে গোটা বাংলাদেশ যেভাবে হিন্দু এবং সনাতনীদের ওপর নির্মম অত্যাচার হচ্ছে সে বিষয় গুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে।
What's Your Reaction?