সিধাই বিউপি এলাকায় গ্রামবাসীর হাতে আটক ২ বাংলাদেশী কুখ্যাত গরু চোর

সিধাই বিউপি এলাকায় বাংলাদেশ থেকে গাভী চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা ফেরত দুই চোর। তাদের তুলে দেওয়া হয়েছে সীমান্ত রকি বাহিনীর হাতে। এই এলাকাতে প্রতিনিয়রত গাভী চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক চুরেরা এই চুরিকান্ডের সাথে জড়িত।

Apr 20, 2025 - 09:39
Apr 20, 2025 - 09:43
 0  60
সিধাই বিউপি এলাকায় গ্রামবাসীর হাতে আটক ২ বাংলাদেশী কুখ্যাত গরু চোর
বাংলাদেশ থেকে গাভী চুরি করতে এসে সিধাই এলাকায় আটক ২ কুখ্যাত চোর।

দ্যা ফ্যাক্ট :- সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত সিধাই বিওপি এলাকায় দুই বাংলাদেশি চোরকে আটক করলো স্থানীয় জনতা। জানা গেছে গভীর রাতে তারা ভারতে এসেছিল চুরি করার জন্য। কিন্তু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ভোর হয়ে যায়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুই চোর গাছের উপর উঠে লুকিয়ে থাকে। এলাকার চাষীরা জমিতে কাজ করতে গিয়ে গাছের উপর চোরদের দেখতে পায়। তখনি তাদেরকে আটক করে দেওয়া হয়েছে উত্তম মধ্যম। অভিযুক্তদের তুলে দেওয়া হয়েছে সিধাই বিওপির জওয়ানদের হাতে। অভিযুক্তদের কাছ থেকে কাটাতার কাটার যন্ত্র, দা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য এই এলাকাতে বাংলাদেশের চোরেরা প্রতিনিয়ত এসে গাভী চুরি করে নিয়ে যাচ্ছে। সম্প্রত্তি সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক চুরের দেশ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশিরা কোনভাবেই ভারতে এসে চুরি করার অভ্যাস ত্যাগ করতে পারছে না। সামাজিক মাধ্যমে ভারত বয়কটের আহ্বান করলেও চুরি করার ক্ষেত্রে প্রতিদিন রাতে ভারতে চলে এসে গাভী চুরি করে পুনরায় নিজ দেশে ফিরে যাচ্ছে বাংলাদেশের চোরেরা। এক্ষেত্রে বাংলাদেশের বিজিবির সরাসরি মদত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow