নব উন্মেষ ও সমতটের উদ্যোগে সাহিত্য সম্মেলন-২০২৩ ও ২টি শারদ সংখ্যার আবরণ উন্মোচন
সাহিত্য সম্মেলনে রাজ্যের প্রতিষ্ঠিত সাহিত্যিকদের পাশাপাশি নতুন প্রজন্মকে দেখা গেল সক্রিয়
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-বাবুটিয়া এলাকার পাতার বাজারে সমতট এবং নবম উন্মেষ পত্রিকার উদ্যোগে সাহিত্য সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয় রবিবার। এদিন প্রদীপ প্রজননের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্জী। নব উন্মেষ এবং সমতট সাহিত্য পত্রিকা বামুটিয়া এলাকার খুদে কবি লেখকদের তুলে আনার পাশাপাশি বিশিষ্ট কবি সাহিত্যিকদের লেখা নিয়ে প্রকাশিত করেছেন শারদ সংখ্যা। এদিন আবরণ উন্মোচন এর মধ্য দিয়ে এই দুটি ম্যাগাজিনের আত্মপ্রকাশ হয় অতিথিদের হাত ধরে। এদিনের এই সম্মেলনে বলতে গিয়ে জেলা সভাধিপতি হরিদুলাল আচার্জি বলেন আমাদের নতুন প্রজন্ম বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। তাদেরকে সঠিক পথ দেখাতে হলে এই ধরনের প্রয়াস অত্যন্ত কার্যকর। সমাজের সর্বস্তরের মানুষ এই ধরনের প্রয়াসে এগিয়ে এসে একটি সুন্দর সমাজ তৈরি করতে আহ্বান করলেন জেলা সভাধিপতি। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি নকুল রায়, সঙ্গীতা দেওয়ানজী, চিকিৎসক খোকন রায় সমেত অন্যান্যরা।
What's Your Reaction?