কৈলাশহরে জিরো পয়েন্টে বাংলাদেশের বাঁধ নির্মাণ, প্রতিবাদে সরব রাজিব
কৈলাশহর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশের তরফে বাঁধ নির্মাণের ঘটনা প্রকাশ্যে এসেছে। সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরার কৈলাশহরে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। ইতিমধ্যেই এই বিষয়টি সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবগত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা। অন্যদিকে রাজ্যসভার সাংসদ তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি। আশ্বাস দিয়েছেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অবশ্যই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। যদিও বিএসএফের বাধার মুখে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর ডিআইজি।
ইউনুস ক্ষমতার মসনদে বসার পর প্রতিনিয়ত ভারত বিরোধী এজেন্ডা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। এরই মধ্যে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে নির্মাণ করা হচ্ছে নদীর পাড়ে বিশাল বাঁধ। আন্তর্জাতিক আইন উলঙ্ঘন করে এই কাজ চালাচ্ছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী ১৫০ গজের ভেতর দুই দেশ কোন ধরনের স্থায়ী কোন কিছু করতে পারবে না। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই বাংলাদেশ নদীর পাড়ে বাঁধ নির্মাণ করছেন বলে অভিযোগ।
শনিবার এই বিষয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন বাংলাদেশ প্রতিনিয়ত দুই দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। পাশাপাশি সীমান্তে এই ধরনের কার্যকলাপকে কেন্দ্র করে বাংলাদেশের তীব্র সমালোচনা করেছেন তিনি। তিনি জনসাধারণকে আশ্বাস দিয়েছেন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছেন। অবশ্যই কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
এই বিষয়ে শনিবার সীমান্ত রক্ষী বাহিনীর ডিআইজি রাজিব বাটসরাজ বাংলাদেশের অংশে যে নির্মাণ কাজ হচ্ছে সেটি গত নভেম্বর মাসের ৮ তারিখ বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে গেছে। সেটি মূলত একটি রাস্তা ছিল। সে রাস্তাটিকে মাটি ফেলে উঁচু করার কাজে হাত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সীমান্ত রক্ষী বাহিনীর বাঁধার মুখে এই কাজ এখনো বন্ধ বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে ভারত যখন বিভিন্ন স্থানে বাংলাদেশের সাথে চুক্তি মেনে সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করতে যাচ্ছে তখন তাতে বাঁধা দিচ্ছে বাংলাদেশ। কাঁটাতারের বেড়া স্থাপনের ক্ষেত্রে ভারত দুই দেশের চুক্তি মেনে কাজ করলেও তাতে বাঁধা দিচ্ছে ওই দেশের জনগণ এবং বিজেবি। স্থানীয় জনগণের দাবি অবৈধভাবে নির্মাণ করা এই বাঁধ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করুক সরকার।
What's Your Reaction?