কালাপানিয়াতে উদ্ধার ড্রোন, আতংক স্থানীয়দের মধ্যে

আবারো উদ্ধার হল সন্দেহজনক ড্রোন ক্যামেরা। রবিবার বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত কালাপানিয়াতে উদ্ধার হয়েছে ড্রোন। ঘটনা স্হলে আসে লেম্বুছড়া ফাড়ির পুলিশ। ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Aug 17, 2025 - 23:58
Aug 18, 2025 - 00:11
 0  4
কালাপানিয়াতে উদ্ধার ড্রোন, আতংক স্থানীয়দের মধ্যে
কালাপানিয়াতে রহস্যজনকভাবে উদ্ধার ড্রোন। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :-লেফুঙ্গা থানার অন্তর্গত কালাপানিয়াতে উদ্ধার হয়েছে ড্রোন। রবিবার সকালে ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসেন মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ পুলিশ আধিকারিকরা।

সম্প্রতি এয়ারপোর্ট থানার অন্তর্গত বিন পাড়া এলাকায় ড্রোন উদ্ধার হয়েছিল। যে ড্রোন উদ্ধার হয়েছিল সেটির সচরাচর ব্যবহৃত ড্রোন নয়। জানা গেছে সীমান্ত রক্ষী বাহিনী উদ্ধার হওয়ার ড্রোন পরীক্ষা-নিরীক্ষার জন্য উদ্যোগ নিয়েছে। তদন্ত শুরু করেছিল পুলিশ। সেই বিষয়ে এখনো কোনো ধরনের স্পষ্টিকরণ পাওয়া যায়নি। এরই মধ্যে রবিবার লেফুগা থানার অন্তর্গত কালাপানিয়াতে ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। বর্তমানে এই ড্রোন উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। এই বিষয়ে মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এই ড্রোন ভারতীয় সেনাবাহিনীর। সিগন্যাল ফেলিওর হবার কারণে এই এলাকায় এসে পড়েছিল এটি। যদিও সেনাবাহিনীর আধিকারিকরা এই ড্রোন নিজেদের দাবি করে পর্যাপ্ত প্রমাণ দিয়ে নিয়ে গেছেন বলে জানিয়েছেন এসডিপিও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow