বামুটিয়ায় এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের শিলান্যাস ও গান্ধীগ্রাম বাজার পরিদর্শ কৃষিমন্ত্রীর
বামুটিয়ায় শিলান্যাস হলো এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উইথ আইটি ফেসিলিটিস দপ্তরের। এদিন ভূমি পূজা এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে হয়েছে শিলান্যাস। অন্যদিকে গান্ধীগ্রাম বাজারে প্রস্তাবিত মার্কেট স্টল নির্মাণের জমি পরিদর্শন করার পাশাপাশি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন মন্ত্রী।

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া কৃষি মহাকুমার অন্তর্গত তেবাড়িয়ায় ভূমি পূজার মাধ্যমে শিলান্যাস হলো এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উইথ আইটি ফেসিলিটিস দপ্তরের। অন্যদিকে গান্ধীগ্রাম বাজারে নতুন মার্কেট স্টল নির্মাণের জন্য জমি পরিদর্শন করেছেন মন্ত্রী। দীর্ঘ সময় ব্যবসায়ীদের সাথে খোলামেলা আলোচনায় এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত।
বামুটিয়ার কৃষি মহকুমা এলাকার অন্তর্গত তেবাড়িয়া এলাকায় নির্মাণ হতে যাচ্ছে এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উইথ আইটি ফেসিলিটিস দপ্তরের। আনুষ্ঠানিকভাবে ভূমি পূজার মাধ্যমে হয়েছে শিলান্যাস। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন বর্তমানে কৃষকদের আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কৃষিকাজ করতে হবে। উন্নত মানের বীজ ব্যবহার এবং দপ্তরের সঠিক দিকনির্দেশনায় ফসল বৃদ্ধিতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় প্রভাব রয়েছে কৃষকদের। এই রাজ্যেও কৃষকদের গুরুত্ব কোনোভাবেই কম নয়। তবে ত্রিপুরাকে খাদ্যশস্যে স্বয়ংভর করার ক্ষেত্রে আরো ব্যাপকভাবে চাষবাসের ওপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। আহ্বান করেছেন কোন জমি খালি না রেখে কিছু না কিছু চাষ করার জন্য। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, কৃষি দপ্তরের অধিকর্তা ফোষনী ভুষণ জমাতিয়া, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা।
অন্যদিকে গান্ধীগ্রাম বাজারে কৃষি দপ্তরের অর্থানুকুলে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক মার্কেট স্টল। সোমবার এই স্টল নির্মাণের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেছেন মন্ত্রী। কথা বলেছেন এলাকার জনপ্রতিনিধি আধিকারিক এবং ব্যবসায়ীদের সাথে। এদিন মন্ত্রী রতন লালন বলেন প্রায় ৭ কোটি টাকা ব্যয় করে এই মার্কেট স্টল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সঠিকভাবে ব্যবসায়ীদের সুবিধার্থে আলোচনাক্রমে এই মার্কেট স্টল গুলো নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্য দিয়ে এলাকার ব্যবসায়ীদের পাশাপাশি বেকারদের জন্যও রোজকারের একটি নতুন পথ খুলবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
What's Your Reaction?






