রাজ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন বৃষকেতু
বৃষকেতু দেববর্মা জোট সরকারের রাজ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার করার সম্ভাবনা প্রবল।
দ্যা ফ্যাক্ট : রাজ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন বৃষকেতু দেববর্মা। সূত্রের খবর বৃষকেতু দেববর্মা উনার পদ নিয়ে অসন্তোষ রয়েছেন। তিনি রাজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করতে একেবারেই আগ্রহী নন। তবে তিনি কেবিনেট মন্ত্রীর পদ চান কিনা তা এখনো স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে বৃষকেতু দেববর্মা রাজ্য মন্ত্রীর পদ থেকে পদত্যাগ যদি করেন বিধায়ক পদে বহাল থাকবেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।
১ নং সিমনা বাধানসভার বিধায়ক বৃষকেতু দেববর্মা বর্তমান জোট সরকারের রাজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিপ্রামথা এবং বিজেপি জোট হওয়ার পর উনাকে এই পদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মন্ত্রী সান্তনা চাকমার অধীন রাজ্যমন্ত্রী দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে যে কোন সময় তিনি রাজ্য মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে ঘনিষ্ঠ মহল থেকে খবর পাওয়া গেছে। তবে বিধায়ক পদে বহাল থাকবেন তিনি। এই মাসের শেষের দিকে রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পূর্বে শরীক দলের রাজ্য মন্ত্রী পদ থেকে উনার পদত্যাগ করার সম্ভাবনার প্রসঙ্গ সামনে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।জানা গেছে যদি পরিস্থিতির কোন পরিবর্তন না হয় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য-মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন বৃষকেতু দেববর্মা। ইতিমধ্যেই তিপ্রামথা দলের অন্দরে এই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়ে গেছে। ধারণা করা হচ্ছে কেবিনেট মন্ত্রীর পদ চান বা চাইতে পারেন বৃষকেতু। তবে বিজেপি এই শর্তে কতটা সারা দেয় তার ওপর নির্ভর করছে আগামীর মথা ও বিজেপির সম্পর্কের সমীকরণ।
What's Your Reaction?