মোহনপুরে একদিনে দুই রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন মন্ত্রী

রাস্তাগুলোর বেহাল দশা বদলাতে মোহনপুরে দুই রাস্তার কাজের সূচনা

Sep 23, 2023 - 04:00
 0  79
মোহনপুরে একদিনে দুই রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন মন্ত্রী

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-মোহনপুর বিধানসভা এলাকায় শুক্রবার একসাথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা নির্ভর কাজের সূচনা করা হয়। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নির্মাণ হতে যাওয়া এই রাস্তাগুলোর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা করলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল

              বিজেপি আইপিটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মোহনপুর বিধানসভা এলাকার আক্ষরিক অর্থে উন্নয়নযোগ্য শুরু হয়েছে। দীর্ঘ ২৫ বছরের বঞ্চনা কাটিয়ে এবার উন্নয়নের মুখ দেখেছে মোহনপুরবাসি। শুক্রবার ফটিকছড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে নতুন রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রিরতল লাল নাথ। এই রাস্তা হরিণা খোলা, ডিএম কলোনি, সাতডুপিয়া, গজারিয়া এবং বিভিন্ন এলাকাকে যুক্ত করবে।

            অন্যদিকে মোহনপুর বাজার থেকে অভিচরন পর্যন্ত নতুন রাস্তার কাজের সূচনা করা হয় এদিন। ফিতা কেটে এই কাজের সূচনা করলেন মন্ত্রি রতল লাল নাথ। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই রাস্তা নির্মাণের ব্যয় হবে প্রায় ১১ কোটি টাকা। এই রাস্তার নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন গোটা মোহনপুর এলাকার বেহাল রাস্তাঘাটের উন্নয়ন করতে ইতিমধ্যেই পরিকল্পনা গৃহীত হয়েছে। বহু রাস্তা নির্মাণ হয়ে গেছে। বেশকিছু রাস্তা নির্মাণের ওয়ার্ক অর্ডার ঘোষণা হয়েছে। কিছু দিনের মধ্যে ওই রাস্তাগুলির ও কাজ শুরু হবে। গুণগতমান বজায় রাখে সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করার পরামর্শ দিলেন মন্ত্রী। পরে ফিতা কেটে কাজের সূচনা করেন তিনি। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত সমেত অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow