মোহনপুরে ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের ব্যপক প্রচার
প্রতিদিন নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে নিজেদের ভিত মজবুত করছে গেরুয়া শিবির।
দ্যা ফ্যাক্ট : আগামী ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মোহনপুর মহকুমা এলাকাতে নিজেদের জয় সুনিশ্চিত করতে মরিয়া বিজেপি। জেলা পরিষদ প্রার্থীদের সমর্থনে বামুটিয়ার নরসিংগড়ে এবং মোহনপুরের বিভিন্ন স্থানে হয়েছে নির্বাচনী সভা। এই সভা গুলো থেকে দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে জনগণের প্রতি আপিল রাখলেন মন্ত্রি রতন লাল নাথ সহ দলীয় নেতৃত্বরা।
শাসক দল বিজেপি প্রতিদিন দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনের প্রচার জারি রেখেছে। শনিবার বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত নরসিংগর বাজারে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৪ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী বলাই গোস্বামী এবং ৩ নং আসনের বিজেপি প্রার্থী শিলা দাস সেনের সমর্থনে হয়েছে নির্বাচনী সভা। এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি বিজু পাল বলেন বর্তমান সরকার সমাজের সর্বস্তরের মানুষের জন্য উন্নয়ন মুখি কাজ করে চলেছে। সবকা সাথ সবকা বিকাশ এই আদর্শকে সামনে রেখে দল এবং সরকার গোটা রাজ্যে কাজ করছে। এই উন্নয়নের বাস্তব অভিজ্ঞতার নিরিখে বিজেপি মনোনীত প্রার্থীদের রেকর্ড সংখ্যক ভোটে জয়যুক্ত করানোর জন্য আহ্বান করলেন তিনি। অন্যদিকে মোহনপুর বিধানসভা এলাকার গজারিয়াতে ৫ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মিষ্টু সরকারের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন গোটা দেশে স্বাস্থ্য বীমা, বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ এবং মানুষের সার্বিক উন্নয়নের পরিকল্পনা এই বিজেপি সরকার গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান করেছেন দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়। সেই নিরিখেই সরকার কাজ করছে। আগামী দিনে এই কাজকে আরো সুন্দরভাবে বাস্তবায়ন করতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য আহবান করলেন মন্ত্রী রতন লাল নাথ।
What's Your Reaction?