১ ইঞ্চি জমি ফেলে রাখা যাবে না, কৃষি সামগ্রী প্রদান কর্মসূচিতে আহ্বান মন্ত্রীর

মোহনপুর কৃষি মহকুমা এলাকার কৃষকদের আলুর বীজ, সবজির বীজ, পাওয়ার টেলার, স্প্রে মেশিন সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

Dec 9, 2024 - 23:29
Dec 9, 2024 - 23:33
 0  12
১ ইঞ্চি জমি ফেলে রাখা যাবে না, কৃষি সামগ্রী প্রদান কর্মসূচিতে আহ্বান মন্ত্রীর
মোহনপুরে সুবিধাভোগীদের হাতে কৃষি সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রতন লালন। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বর্তমানে কৃষকরা চিরাচরিত প্রথায় চাষবাস করলে হবে না। আমাদের কাছে চাষবাসের জমি কম। এই জমিতে বিজ্ঞানভিত্তিক চাষবাস করে অধিক ফসল ঘরে তুলতে হবে। রাজ্যকে করতে হবে আত্মনির্ভর। সোমবার মোহনপুর কৃষি মহকুমার উদ্যোগে এলাকার কৃষকদের বিভিন্ন সবজির বীজ এবং কৃষি সামগ্রী প্রদান কর্মসূচিতে বলছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

           মোহনপুর কৃষি মহকুমার উদ্যোগে এলাকার কৃষকদের মধ্যে উন্নত মানের আলুর বীজ প্রদান করা হয়েছে সোমবার। এলাকার ৫৪২ জন কৃষককে ৬০০বস্তা আলুর বীজ প্রদান করা হয়েছে,৫০১ জন কৃষককে দেওয়া হয়েছে বিভিন্ন সবজির বীজ,পাওয়ার টিলার ৭ জনকে, পাওয়ার ওইডার- ১০ জনকে, স্প্রে মেশিন ২৩ জনকে এবং অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে কৃষকদের। এদিন এই অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন কৃষকরা প্রাচীনকালের মতো পুরানো চিন্তা ভাবনা নিয়ে চাষবাস করলে হবে না। কৃষি বিজ্ঞানী এবং আধিকারিকদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপনের মাধ্যমে কৃষি কাজ করতে হবে। যেহেতু আমাদের কাছে সীমিত জমি রয়েছে সেই জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য বিজ্ঞানভিত্তিক চাষবাস করতে হবে কৃষকদের। মন্ত্রী বলেন উন্নত মানের বীজ, সঠিক পদ্ধতিতে সার প্রয়োগোগ এবং পরিচর্যার মাধ্যমে রাজ্যকে ধান এবং ফসল উৎপাদনে স্বয়ংভর করে তুলতে হবে। এদিন আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী এবং বীজ তুলে দিলেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরের এগ্রি সুপারিনটেন্ড রবি সরকার, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow