খারিফ মরশুমের উপযুক্ত ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব আরোপ হেজামারায় কৃষক ক্ষেত্রিয় দিবসে

কৃষক ক্ষেত্রীয় দিবসে মেধার বিকাশ কৃষকের

Jul 1, 2023 - 05:38
 0  34
খারিফ মরশুমের উপযুক্ত ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব আরোপ হেজামারায় কৃষক ক্ষেত্রিয় দিবসে

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-দীর্ঘ অনাবৃষ্টির ক্ষতিকে কাটিয়ে খারিফ মরশুমে বাড়তি উৎপাদনের মধ্য দিয়ে ঘাটতি পুষিয়ে নিতে চাইছে দপ্তর। সেই লক্ষ্যে হেজামারা কৃষি মহাকুমার উদ্যোগে অনুষ্ঠিত হলো কৃষক ক্ষেত্রীয় দিবস। শুক্রবার এই উপলক্ষে এলাকার চাষীদের নিয়ে খারিফ মৌসুমে বিভিন্ন চাষবাস সম্পর্কিত বিষয়ে করা হয় আলোচনা। 
              প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন হেজামারা ব্লক বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা। বর্তমানে এই খারিফ মরসুমকে কাজে লাগিয়ে কৃষকদের আয় কিভাবে বৃদ্ধি করা যায় তার ওপর গুরুত্ব দিয়ে গোটা রাজ্যে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর।

     তারই অঙ্গ হিসেবে শুক্রবার হেজামারাস্থিত কৃষি সেক্টর অফিসে অনুষ্ঠিত হলো কৃষক ক্ষেত্রীয় দিবস। অনুষ্ঠানে বলতে গিয়ে পশ্চিম জেলার কৃষি উপ-অধিকর্তা ডঃ উত্তম সাহা সরকারিভাবে কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে সেগুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে পিএম কিষান, পিএম কেএসওয়াই, কেসিসি সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

 অন্যদিকে হেজামারা বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা কৃষকদের আহ্বান করেন যে কৃষকরা যেন তাদের জমিতে সঠিক সময়ে সঠিক কাজের মধ্য দিয়ে অধিক ফসল উৎপাদনে এগিয়ে আসে। সে ক্ষেত্রে চাষীদের প্রতিনিয়ত কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রেখে সঠিক পরামর্শ নিয়ে কাজ করার কথা বললেন তিনি। এছাড়াও কৃষি দপ্তর যেভাবে কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে তা নিয়েও প্রশংসা করেন সুনীল দেববর্মা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেজামারা কৃষি তত্ত্বাবধায়ক গৌরব সাহা, সেক্টর অফিসার মৌসুমী রিয়াং এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow