তমাকারিতে অনুষ্ঠিত হলো জনজাতি গৌরব দিবস এবং প্রশাসনিক শিবির
মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে সিমনা বিধানসভার তমাকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো জনজাতি গৌরব দিবস এবং মেগা প্রশাসনিক শিবির।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এলাকার মানুষকে সহজে বিভিন্ন নথিপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। মঙ্গলবার সিমনা বিধানসভার তমাকারিতে করা হয়েছে মেগা প্রশাসনিক শিবির। একই সাথে অনুষ্ঠিত হয়েছে জনজাতি গৌরব দিবস। এর উদ্বোধন করলেন রাষ্ট্রমন্ত্রী প্রথম
সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত তমাকারি স্কুল মাঠে অনুষ্ঠিত প্রশাসনিক শিবিরে এলাকার বহু মানুষ এদিন বিভিন্ন নথিপত্র হাতে পেয়েছেন। এই শিবিরে আবেদনপত্র গ্রহণ করার পাশাপাশি আবেদনপত্র যাচাই করার পর দেওয়া হয়েছে নথিপত্র। পাশাপাশি অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেওয়া হয়েছে ঔষধ। এদিন আধার কার্ড পরিষেবা, রেশন কার্ড পরিষেবা, পিআরটিসি, এস টি সার্টিফিকেট সহ বিভিন্ন নথিপত্র প্রদান করা হয়েছে এই শিবির থেকে।
এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন মন্ত্রী বৃষ কেতু দেববর্মা। এলাকার সাধারণ মানুষকে নথিপত্র পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ আরো বেশি করে করার জন্য আহবান করেছেন মন্ত্রী। পাশাপাশি এলাকার যুবক-যুবতীদের ড্রাগসের নেশা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, হেজামরা বিইসি চেয়ারম্যান সুনীল দেববর্মা সহ অন্যান্যরা।
What's Your Reaction?