বাজেট তৈরিকে ঘিরে কৃষিমন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠক মহাকরণে
দ্যা ফ্যাক্ট:-রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বাজেট প্রস্তুতির বিষয়ে দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়ের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মহাকরণে অনুষ্ঠিত এই বৈঠকে দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বাজেট প্রস্তুতিকে কেন্দ্র করে হয় বিস্তারিত আলোচনা।
গত বিধানসভা নির্বাচনের পর মন্ত্রীদের দপ্তর বিন্যাসকে কেন্দ্র করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন রতনলাল নাথ। ২০১৮ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি শিক্ষা দপ্তর, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, আইন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ বিধানসভা নির্বাচনের পর উনার উপর দায়িত্ব আসে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, নির্বাচন ও সংসদ বিষয়ক বিষয়ক দপ্তরের। মঙ্গলবার মহাকরণে দুই মন্ত্রীর বাজেট প্রস্তুতিকে কেন্দ্র করে অনুষ্ঠিত বৈঠকে প্রায় সব কোটি দপ্তরের বাজেট বৃদ্ধি করা উপর আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে বিশেষ করে কৃষি দপ্তরে বাজেট গত বছরের চাইতে অনেকটাই বেশি ধার্য করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ চলতি মরশুমে অনাবৃষ্টিকে কেন্দ্র করে বিভিন্ন ফসল উৎপাদনে ব্যাপক ধাক্কা খেয়েছে চাষীরা। যার প্রভাব পড়বে বাজার গুলোতে। বিশেষ করে চাষীদের এই আর্থিক ক্ষতির বিষয়টি মাথায় রেখে উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষীদের এই আর্থিক ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় সেই বিষয়টিও দপ্তরের মাথায় রয়েছে বলে জানা গেছে।
What's Your Reaction?