পথ চলা শুরু মোদ্দা কথা নামক সংবাদ মাধ্যমের

রবিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো মোদ্দা কথার। রামনগর ৪ নং রোডে এই সংবাদ মাধ্যমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

Dec 9, 2024 - 00:15
Dec 9, 2024 - 00:25
 0  83
পথ চলা শুরু মোদ্দা কথা নামক সংবাদ মাধ্যমের
প্রদীপ প্রজ্জ্বলনের করে মোদ্দা কথার উদ্বোধন করলেন সম্পাদক শানিত দেবরায় সহ অন্যান্য অতিথিরা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল মোদ্দা কথা নামক ডিজিটাল সংবাদমাধ্যম।রামনগর চার নং রোডে রবিবার এই সংবাদমাধ্যমের উদ্বোধন করেন আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মোদ্দা কথার আত্মপ্রকাশ অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা।

মোদ্দা কথা ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু করতে যাচ্ছে। ওয়েব মিডিয়া, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যেই সম্প্রচার শুরু হবে। এই সংবাদমাধ্যমের সম্পাদক তমাল সিংহ রায় জানান, মোদ্দা কথা শুধু সংবাদ সম্প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তথ্য সম্প্রচার ও বিনোদন নিয়েও কাজ করবে। ইতিমধ্যেই অভ্যন্তরীণ কাজ শুরু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই সম্প্রচার শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায় বলেন, "একটি চ্যানেল বা সংবাদমাধ্যমের জন্ম মানে একটি স্বপ্নের জন্ম, একটি নক্ষত্রের জন্ম।" মোদ্দা কথা অত্যন্ত ভালো কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক বিপ্লব চক্রবর্তী, শিক্ষক দেবানন্দ বিন সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow