CAB-র প্রতিবাদে আন্দোলন গিয়ে পুলিশের দেওয়া মামলায় খালাস পেলেন EM সহ ২ জন

সিটিজেনশিপ আমেনমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের দায়ের করা মামলা থেকে বেকসুর খালাস পেল টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা সহ আরো দুজন।

Aug 13, 2025 - 00:25
Aug 13, 2025 - 00:27
 0  3
CAB-র প্রতিবাদে আন্দোলন গিয়ে পুলিশের দেওয়া মামলায় খালাস পেলেন EM সহ ২ জন
CAB-র আন্দোলনের ঘটনায় দায়ের মামলায় খালাস পেলেন তিনজন।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সিটিজেনশিপ আমেনমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দায়ের করা মামলায় বেকসুর খালাস পেলেন টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা, তিপরা মথার সিমনা ব্লক প্রেসিডেন্ট নির্মল দেববর্মা এবং তুইসা মংক্রুই এডিসি ভিলেজের প্রাক্তন চেয়ারম্যান সুকুমার দেববর্মা।

             ২০১৮ সালে সিটিজেনশিপ আমেনমেন্ট বিলের বিরুদ্ধে হেজামারাতে আইনপিটি দলের উদ্যোগে পথ অবরোধের পাশাপাশি আন্দোলন কর্মসূচিতে নেমেছিল আইনপিটি। সেই সময় এলাকার প্রাক্তন বিধায়ক রবীন্দ্র দেববর্মা, আইনপিটি নেতা নির্মল দেববর্মা এবং তুইসা মংক্রুই এডিসি ভিলেজের প্রাক্তন চেয়ারম্যান সুকুমার দেববর্মার বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ। দীর্ঘ প্রায় ছয় বৎসর আদালতে মামলা চলে। মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণা করা হয়েছে। বর্তমানে টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা বলেন এই আন্দোলন কোন ব্যক্তির বিরুদ্ধে ছিল না। সার্বিক স্বার্থে ছিল এই আন্দোলন। পুলিশ মামলা দিয়েছিল আমাদের বিরুদ্ধে। আইনি পথে আমরা লড়াই করেছি। আজ আদালত আমাদেরকে বেকসুর খালাস দিয়েছে। পুলিশ ৩৪১, ৫০৬, ৩৪ ধারায় মামলা দিয়েছিল। দীর্ঘ ছয় বছর আদালতে আইনি লড়াইয়ের পর প্রাক্তন আইন পেটি নেতা তথা বর্তমানে তিপ্রা মথার তিন নেতৃত্বকে ব্যবসায় খালাস দিল আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow