সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ, শনিবার সংঘর্ষে আহত ৫০

বাংলাদেশে সংরক্ষণের বিরোধিতায় ব্যাপক হিংসা।

Jul 21, 2024 - 03:16
 0  29
সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ, শনিবার সংঘর্ষে আহত ৫০

দ্যা ফ্যাক্ট ঢাকা, ২০ জুলাই ২০২৪: বাংলাদেশের বিভিন্ন স্থানে সংরক্ষণের বিরোধিতা করে চলমান আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনকারীরা সরকারের সংরক্ষণ নীতির বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ শুরু করেছে। গতকাল রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে শনিবার ৫০ জন আহত হয়েছে, যার মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ঢাকায় শাহবাগ মোড়ে কয়েক হাজার আন্দোলনকারী জড়ো হয়ে বিক্ষোভ করে এবং বিভিন্ন দাবি নিয়ে শ্লোগান দেয়। পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী এলাকায় আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে, যার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রাজশাহী ও সিলেটেও আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংরক্ষণ বিরোধী এই আন্দোলন দেশজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। সরকার সংরক্ষণ নীতি নিয়ে পুনর্বিবেচনা করবে বলে আশ্বাস দিলেও আন্দোলনকারীরা আপাতত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই এই আন্দোলনে বিরোধী দলগুলো হাওয়া দেওয়ার অভিযোগ করতে শুরু করেছে। সময়ের সাথে সাথে এই আন্দোলন তার নির্দিষ্ট গতিপথ বজায় রাখে কিনা সেদিকেই এখন নজর বাংলাদেশ বাসির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow