বাংলাদেশের ছাত্র আন্দোলনের সুফল, রাজপথে ঝুলছে লাশ

ছাত্র আন্দোলন, সরকার পতনের আন্দোলন, এখন লাশ গুনার দায়িত্ব পালন করছে ছাত্রনেতারা।

Aug 8, 2024 - 03:44
 0  80
বাংলাদেশের ছাত্র আন্দোলনের সুফল, রাজপথে ঝুলছে লাশ
তাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র আন্দোলনের সূচনা, তাদের নেতৃত্বেই রাজপথের ঝুলছে লাশ।

দ্যা ফ্যাক্ট : বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন এখন লাশের আন্দোলনে পরিণত হয়েছে। গোটা দেশজুড়ে আগুন, হাহাকার, আক্রমণ আর ছিনতাই। যে ছাত্র নেতারা এই আন্দোলন শুরু করেছিল এই ছাত্র নেতার আজ বসে বসে লাশ গুনছে। রাজপথে ঝুলছে লাশ। বাড়ি ঘরে আগুন, সংখ্যালঘুদের উপর হামলা এটাই এখন বাংলাদেশের লেটেস্ট ছবি। 

                    বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দাবির যৌক্তিকতার নিরিখে দেশ এবং বিদেশের সহানুভূতির অর্জন করতে পেরেছিল এই ছাত্র আন্দোলন। সরকারের সমালোচনায় সরব হয়েছিল বুদ্ধিমান মানুষেরা। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটি থেকেও ছাত্রদের এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে সরকারের সমালোচনা করেছিল সচেতন মানুষরা। সেই ছাত্র আন্দোলনের সমস্ত দাবি সরকার মেনে নেওয়ার পর শুরু হয় সরকার ফেলে দেওয়ার রাজনীতি। ছাত্রদের রাজপথে নামিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং ধর্মীয় কট্টরপন্থী সংগঠন শুরু করে গুটি খেলার কাজ। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন। ছাড়লেন দেশ। এরপরই শুরু হয় গোটা দেশ জুড়ে আক্রমণ খুন এবং লুণ্ঠন। দেশের রাজপথে খুন করে ঝুলিয়ে রাখা হচ্ছে লাশ। হিংস্রতার চরমসীমা উলংঘন করেছে বাংলাদেশ। যে ছাত্ররা তাঁদের সংরক্ষণ বিরোধী আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি পূরণে সফল হয়েছিল সেই ছাত্ররাই আন্দোলনের নামে পরবর্তী সময়ে হিংস্রতায় মেতে ওঠে। কতটা হিংস্র হলে মানুষ খুন করে রাজপথে লাশ ঝুলিয়ে রাখতে পারে এই আন্দোলনকারীরা। স্বাভাবিকভাবেই দেশের পাশাপাশি গোটা পৃথিবী থেকে এই ছাত্র-ছাত্রীদের এখন খুনি আখ্যায়িত করতে দ্বিধাবোধ করছেন না সাধারণ সচেতন মানুষরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow