দুর্ঘটনার জেরে লেম্বুছড়ায় জাতীয় সড়ক অবরোধ, আহত ১
স্কুটি এবং গাড়ির সংঘর্ষে গুরুত্ব আহত স্কুটি চালক। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী।
দ্যা ফ্যাক্ট : পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ। ঘাতক গাড়ি এবং গাড়ি চালককে গ্রেফতারের দাবিতে করা হয় এই অবরোধ স্থল থেকে। দীর্ঘ ২ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ থাকার পর দাবি পূরণের পেয়ে মুক্ত হয়ে জাতীয় সড়ক। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত আগরতলা খোয়াই জাতীয় সড়কের লেম্বু ছড়ায়। আহত স্কুটি চালকের নাম নাগর দেববর্মা।
শনিবার দুপুরে লেম্বুছড়া বাজার থেকে স্কুটি করে বাড়ি ফিরছিলেন নাগর দেববর্মা। লেম্বুছড়া বাজার থেকে স্কুটি নিয়ে বের হতেই আগরতলা গামী একটি বুলেরো গাড়ি রাস্তার উল্টো পাশে এসে মুখোমুখি ধাক্কা দেয় স্কুটি চালককে। গুরুতর জখম হয় নাগর দেববর্মা। রক্তাক্ত অবস্থায় উনাকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। উত্তেজিত জনতা অবরোধ করে আগরতলা খোয়াই জাতীয় সড়ক। তাঁদের দাবি অভিযুক্ত গাড়ি চালক এবং ঘাতক গাড়ি আটক করতে হবে। পুলিশ প্রাথমিকভাবে দাবি পূরণের আশ্বাস দিলেও তাঁতে পথ ছাড়িনি জনতা। অবশেষে ঘটনা স্হলে আসে টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা। তিনি পুলিশের সাথে কথা বলার পর পুলিশ উনাকে আশ্বস্ত করে অভিযুক্ত গাড়িচালক এবং ঘাতক গাড়িটিকে আটক করার। তারপরই তিনি স্থানীয় জনতার সাথে কথা বলেন। অবশেষে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। এদিকে এই অবরোধকে কেন্দ্র করে দূরপাল্লার বহু যানবাহন আটকে পড়ে রাস্তার দুপাশে। সমস্যার মুখে পড়েন বয়স্ক মানুষ ও শিশুরা। এই পথ অবরোধকে কেন্দ্র করে শনিবার এই জাতীয় সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
What's Your Reaction?