বাংলাদেশে BPL খেলায় খেলোয়ারদের লাগেজ বহন করা হচ্ছে ভেনে
খেলোয়াড়দের লাগেজ ৩ চাকার ভ্যানে চড়ে যাচ্ছে গন্তব্যে, যাতায়াতের গাড়িতে নেই বিপিএলের ন্যূনতম স্টিকার
দ্যা ফ্যাক্ট:-বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মধ্যে সর্ববৃহৎ খেলা বিপিএল। এই বিপিএলকে কেন্দ্র করে খেলোয়ারদের লাগেজ আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হাতে টানা ভ্যান। এই দৃশ্য দেখে রীতিমতো হাসির রোল গোটা বিশ্ব জুড়ে। যে দেশ ক্রিকেট খেলার চাইতে অজুহাতের জন্য সারা বিশ্বে সবচাইতে বেশি পরিচিত অর্জন করেছে সেই দেশের ঘরোয়া ক্রিকেটে এই হতচ্ছাড়া অবস্থা একেবারে নাক কাটা যাওয়ার শামিল।
কথায় বলে "ভরা কলস নড়ে না"। আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের দল এবং দর্শকরা সামাজিক মাধ্যম যে হট্টগোল শুরু করে তার ছিটেফোঁটা সমালোচনা দেখা যায় না নিজের দেশের হতচ্ছাড়া অবস্থাকে কেন্দ্র করে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএল খেলার জন্য ইতিমধ্যেই খেলোয়ারদের যাতায়াত শুরু হয়ে গেছে। যে গাড়ি দিয়ে খেলোয়ারদের আনা নেওয়া করা হচ্ছে সেই গাড়িতে ন্যূনতম বিপিএল এর স্টিকার পর্যন্ত লাগানো নেই। যে সংস্থা থেকে গাড়ি ভাড়া করা হয়েছে সেই সংস্থার নাম এবং স্টিকার লাগানো গাড়ির গায়ে।
বিশ্বের অন্যান্য দেশগুলো ঘরোয়া ক্রিকেট আসরে অত্যন্ত জমজমাট আয়োজন করে থাকে। কিন্তু বাংলাদেশের বিপিএলের এই ফ্যাকাসে আয়োজন একেবারেই নিরাশ করেছে দর্শকদের। পাশাপাশি খেলোয়ারদের লাগেজ বহন করার ক্ষেত্রে হাতে টানা তিন চাকার ভ্যান ব্যবহার করা হচ্ছে।ইতিমধ্যেই বাংলাদেশ ও অন্যান্য দেশে ট্রোল হতে শুরু হয়েছে এই ছবি। স্থানীয়দের প্রশ্ন এটা বিপিএল নাকি বস্তির কোন ক্রিকেট খেলার আয়োজন?
What's Your Reaction?