আইচুক দেববর্মা মৃত্যু কাণ্ডে আরো ৫ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ডেপুটেশন

লেম্বুছড়ার ভগবান চৌধুরীপাড়ায় দুষ্কৃতীদের মারে আহত হয়ে প্রয়াত আইচুক।৫ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি।

Jul 23, 2024 - 03:47
 0  31
আইচুক দেববর্মা মৃত্যু কাণ্ডে আরো ৫ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ডেপুটেশন
আইচুকের মৃত্যুর পেছনে দায়ী অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন।

দ্যা ফ্যাক্ট: ভগবান চৌধুরী পাড়া এলাকায় নিজ ঘর থেকে আইচুক দেববর্মার মৃতদেহ উদ্ধারকান্ডে আরো পাঁচ অভিযুক্তকে গ্রেফতারের দাবি করল গ্রামবাসী। সোমবার লেম্বুছড়া পুলিশ ফাঁড়িতে এই দাবিতে ডেপোটেশন দিল গ্রামবাসী। উল্লেখ্য এই ঘটনায় দুই অভিযুক্ত কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ আইচুক দেববর্মাকে অভিযুক্তরা মারধর করার ফলেই মৃত্যু হয়েছিল তাঁর।

                 গত ২০ তারিখ নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল আইচুক দেববর্মার। পরিবারের লোকেদের অভিযোগ ১৯ তারিখ রাতে খার্চি মেলা থেকে বাড়ি ফেরার পথে ভগবান চৌধুরীপাড়া এলাকায় একদল যুবক তাঁকে রাস্তায় আটকে মারধর করে। পরদিন সকালে তাঁর নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ২০ তারিখ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি এই ঘটনার সাথে আরো পাঁচ অভিযুক্ত জড়িত রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য সোমবার দাবি জানানো হয় স্থানীয়দের তরফে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow