কৃষি কলেজে নারিকেল এবং সুপারি চাষের উপর প্রশিক্ষণ কৃষকদের, দারুন অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা

রাজ্যে নারিকেল ও সুপারি চাষকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যে কৃষি কলেজে রাজ্যের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি প্রশিক্ষণ কর্মসূচি। এই দুটি ফসলকে ভিত্তি করে রাজ্যের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার ওপর গুরুত্ব দিয়ে করা হয়েছে আলোচনা।

Apr 29, 2025 - 23:58
 0  7
কৃষি কলেজে নারিকেল এবং সুপারি চাষের উপর  প্রশিক্ষণ কৃষকদের, দারুন অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা
কৃষি কলেজে নারিকেল ও সুপারি চাষের উপর প্রশিক্ষণ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- নারিকেল চাষ এবং সুপারি চাষকে আরো সমৃদ্ধ করতে রাজ্যের কৃষকদের নিয়ে কৃষি কলেজে অনুষ্ঠিত হলো এক দিবসীয় কর্মশালা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের উন্নত প্রজাতির নারিকেল চাষ এবং সুপারি চাষের উপর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাজারের চাহিদার উপর করা হয়েছে আলোচনা। আগামী দিনে এই দুটি ফসল ত্রিপুরা রাজ্যের অর্থনীতিতে দারুন প্রভাব ফেলতে পারে বলে দাবি করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ফনি ভূষণ জমাতিয়া।

রাজ্যে নারকেল চাষ ইতিমধ্যেই একটি বিশেষ মাত্রা পেয়েছে। সরকারি সহযোগিতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে চাষিরা সহ উদ্যোগে শুরু করেছে ডোয়ার ভ্যারাইটি এবং হাইব্রিড প্রজাতির নারিকেল চাষ। বিশেষ করে রাজ্যের কোকোনাট বোর্ডের সহযোগিতায় এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ব্যাপক হারে শুরু হয়েছে এই নারিকেল চাষ। মঙ্গলবার কৃষি কলেজে সুপারি চাষ এবং নারিকেল চাষ নিয়ে কৃষকদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ। এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া বলেন রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে নারিকেল চাষ শুরু হয়েছে। সুপারি চাষ এর আগে থেকেই বাণিজ্যিক প্রক্রিয়াতে ত্রিপুরাতে হচ্ছে। বহিরাজ্য হচ্ছিল রপ্তানি। কিন্তু বিগত প্রায় এক বছর যাবত রপ্তানি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে পরিবহনকে কেন্দ্র করে। ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সমস্যাটির সমাধান করে সুপারি পুনরায় বহিরাজ্যে রপ্তানি করার জন্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হর্টিকালচার দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস, নভার্ডের জেনারেল ম্যানেজার দিগন্ত কুমার দাস, কৃষি কলেজের প্রিন্সিপাল দেবাশীষ সেনসহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow