আশারাম বাড়িতে মথার হাতে আক্রান্ত বিজেপি, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আশারমবাড়ী বিধানসভা এলাকাতে বিজেপির দলীয় কর্মসূচিতে আক্রমণ করার অভিযোগ তিপ্রা মাথার বিরুদ্ধে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ভাঙচুর করা হয়েছে গাড়ি, বাইক, বাড়ি ঘর। আহতদের জিবিপি হাসপাতালে দেখার পাশাপাশি খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের ছাড়া হবে না। আইন আইনের পথেই চলবে। বার্তা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার।

দ্যা ফ্যাক্ট :- আশারাম বাড়ি বিধানসভা এলাকায় বিজেপির দলীয় কর্মসূচিতে শরিক দল তিপ্রা মোথার হামলা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন জিবিপি হাসপাতালে। বাড়ি ভাঙচুরের পাশাপাশি গাড়ি, বাইক ভাঙচুর করা হয়েছে। জিবিপি হাসপাতালে আহত দলীয় কর্মীদের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
রাজ্যে বিভিন্ন প্রান্তে তিপ্রা মাথার আক্রমণে রক্তাক্ত হচ্ছে বিজেপি। ২০২৩ নির্বাচনের সময় থেকেই শুরু হয়েছিল এই আক্রমণ। বর্তমানে তার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বড়কাঠাল এলাকাতেও বিজেপি নেতৃত্বদের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছিল মথার বিরুদ্ধে। রবিবার আশারাম বাড়ি বিধানসভার পূর্ব তকচায়া রামহড়ি পাড়ায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আক্রমণ চালায় মথাবাহিনী। রক্তাক্ত অবস্থায় বিজেপি কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয় জিবিপি হাসপাতালে।
বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা বলেন মাথার গুন্ডাবাহিনীর আক্রমণে বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছে। এর তীব্র সমালোচনা করেছেন তিনি।
অন্যদিকে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা বিজেপির ঘারেই অভিযোগের বল চাপালেন। তিনি সামাজিক মাধ্যমে নসিহাত দিয়ে বলেন বিজেপিতে সিপিআইএম দলের প্রাক্তন নেতারা যুক্ত হচ্ছে। তারাই মন্ডল সভাপতি পদ নিয়ে এলাকাতে উশৃংখলতা করছে। যদিও নিজের দলের নিষ্ঠাবান উশৃংখল আক্রমণকারীদের রীতিমতো দুধ কলা খাইয়ে নিরপরাধ বলাটা বাকি রাখলেন প্রদ্যুৎ।
রবিবার রাতে জিবিপি হাসপাতালে আহত বিজেপি কর্মীদের দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আহত কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি তাঁদের চিকিৎসার বিষয়েও কথা বলেছেন চিকিৎসকদের সাথে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের উশৃংখলতা এবং আক্রমণ কোনভাবেই বরদাস্ত করা হবে না। আইন আইনের পথে চলবে। জোর দেখিয়ে রাজনীতি করা যায় না। যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
What's Your Reaction?






