Zaakir Husain/ /থেমে গেলেন জাকির হোসেন! শোকাহত ভারত
আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন ওস্তাদ জাকির হোসেন।
দ্যা ফ্যাক্ট :- প্রয়াত হয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার আমেরিকায় চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে চির বিদায় নিলেন ওস্তাদ জাকির হোসেন।
গত রবিবার জাকির হোসেনের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শুরু হয়েছিল উনার চিকিৎসা। এরমধ্যে শারীরিক অবস্থা আর উন্নত হয়নি। পরিবারের তরফে উনার জন্য প্রার্থনা করার আবেদন করা হয়েছিল। গোটা ভারতবাসীর প্রার্থনা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওস্তাদ জাকির হোসেন। রবিবার এই খবর ভারতে পৌঁছতেই শোকাহত হয়ে পরে গোটা ভারতবাসী।
মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শুরু করেছিলেন জাকির হোসেন। এখন পর্যন্ত উনার ঝুলিতে যে সমস্ত সম্মান রয়েছে সেগুলো হল পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ অন্যান্য। ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জাকির হোসেনের যথেষ্ট জনপ্রিয়তা ছিল। ৭৩ বছর বয়সে উনার মৃত্যু একেবারেই স্বাভাবিকভাবে নিতে পারেনি উনার অগণিত ভক্তরা।
What's Your Reaction?