মোহনপুরে জাতীয় সড়কের লরির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক

সিধাই থানার অন্তর্গত জগতপুর এলাকায় জাতীয় সড়কে পেছন দিক থেকে আশা লরি সজরে ধাক্কা দেয় বাইকে। এতে গুরুতর আহত হয়েছেন বাইক চালক। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় পুনরায় দুর্ঘটনার কবলে পরে আটকে যায় লরি।

Jul 29, 2025 - 23:59
 0  12
মোহনপুরে জাতীয় সড়কের লরির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক
মোহনপুরে লরির ধাক্কায় আহত বাইক চালক। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :-আগরতলা খোয়াই জাতীয় সড়কের মোহনপুরে লরির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক। মঙ্গলবার জাতীয় সড়কে অত্যন্ত দ্রুত বেগে পেছন দিক থেকে এসে বাইকে ধাক্কা দেয় লড়ি। এতে ছিটকে পরে গুরুতর আহত হয়েছে বাইক চালক বিক্রম উড়াং। আহত বিক্রমকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায় মোহনপুরের মহাকুমা শাসক সুভাষ দত্ত।

                     মঙ্গলবার দুপুরে আগরতলার দিক থেকে বাড়ির অভিমুখে যাওয়ার সময় মোহনপুরের জগতপুর এলাকায় টিআর-০১-এসি-১৭৫১ নাম্বারের লরি সজরের ধাক্কা দেয় বাইকে। প্রায় ৫০ মিটার পর্যন্ত বাইকটিকে ধাক্কা দিয়ে নিয়ে যায় লড়ি। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার জন্য অন্য রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করে লরিচালক। কিন্তু দুর্ঘটন স্থলের পাশেই পুনরায় দুর্ঘটনার কবলে পরে লড়ি। রাস্তার পাশে নিচু জমিতে লরি পরে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। ঘটনাস্থলে আসে সিধাই থানার পুলিশ। বর্তমানে জিবিপি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাইক চালক বিক্রম উড়াং।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow