কৃষকের জমির পিলার ভেঙ্গে দিল দুষ্কৃতীয়া, নিয়ে গেল লোহার গেট

ইংরেজি বছরের প্রথম দিনে কৃষকের জমিতে দুষ্কৃতীদের তান্ডব

Jan 2, 2024 - 01:11
Jan 2, 2024 - 01:13
 0  53
কৃষকের জমির পিলার ভেঙ্গে দিল দুষ্কৃতীয়া, নিয়ে গেল লোহার গেট
কৃষি জমির সীমানায় পাকা পিলার ভেঙে দিল দুস্কৃতিরা।ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-ইংরেজি বছরের প্রথম দিনেই কৃষকের জমিতে দুষ্কৃতীদের হানা। রবিবার গভীর রাতে মোহনপুরের তালতলা গ্রামের কৃষকের সীমানার পাকা পিলার ভেঙ্গে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। একই সাথে লোহার গেট ভেঙ্গে নিয়ে গেল চুরের দল। সোমবার সকালে ঘটনাটি দেখতে পেয়ে হতবাক কৃষক। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোব ব্যক্ত করলেন কৃষক প্রদীপ নন্দিনী। দীর্ঘ বছর যাবত এই এলাকাতে কৃষিকাজের সাথে জড়িত তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে উৎপাদিত ফসল এবং ফল ফুলের গাছের নিরাপত্তাকে কেন্দ্র করে রীতিমত আতঙ্কে রয়েছেন কৃষক প্রদীপ নন্দী।সম্প্রতি রাস্তার পাশে একটি কৃষি জমিতে নতুন করে বেড়া নির্মাণ করেন তিনি। এই বেড়াতে ব্যবহৃত পাকা পিলার রবিবার গভীর রাতে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। অন্যদিকে কৃষি জমিতে ঢোকার রাস্তায় লোহার গেটের একটি অংশ চুরি করে নিয়ে যায় চুরেরা। তবে কিকারণে দুষ্কৃতীরা পাকা পিলারগুলো ভেঙ্গছে সেই বিষয়টিও স্পষ্ট করে কিছু বলতে পারছে না কৃষক প্রদীপ নন্দী

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow