আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সমেত ২ যুবতীকে গ্রেপ্তার করল পুলিশ

আগরতলা রেল স্টেশনে অবৈধ গাঁজা নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ২ যুবতী। অভিযুক্তদের বাড়ি সিমনা বিধানসভার শরৎ চৌধুরীপাড়ায়।

Jul 31, 2025 - 00:04
Jul 31, 2025 - 00:14
 0  17
আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সমেত ২ যুবতীকে গ্রেপ্তার করল পুলিশ
গাঁজা পাচারের দায়ে আগরতলা রেল স্টেশনে পুলিশের হাতে গ্রেপ্তার ২ যুবতী। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলস্টেশন থেকে গাঁজা সময়েতে দুই যুবতীকে গ্রেফতার করলো পুলিশ। উপযুক্তদের কাছ থেকে প্রায় ৮.৫ কিলো অবৈধ গাজা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।

বাধারঘাটা স্হিত আগরতলা রেলস্টেশন দিয়ে বহিঃ রাজ্যে অবৈধ গাঁজা পাচার করার জন্য আগরতলা রেল স্টেশনে এসেছিল দুই যুবতী। এদের নাম সানিয়া দেববর্মা এবং বর্ষা দেববর্মা। অভিযুক্তদের বাড়ি সিধাই থানার অন্তর্গত শরৎ চৌধুরী পাড়া এলাকায়। জানা গেছে নিজেদের ব্যক্তিগত ব্যাগে করে এই গাঁজা গুলো নিয়ে রাষ্ট্রেশনে এসেছিল তারা। এদের চলাফেলা সন্দেহজনক হওয়ায় আটক করে পুলিশ। তাঁদের ব্যাগের তল্লাশি চালিয়ে গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করতে সক্ষম হয়ে যে পুলিশ। তবে এই গাজাগুলো নিয়ে এরা কোথায় যাচ্ছিল এবং এর গ্রাহক কে সেই বিষয়টি খুঁজে দেখার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য বর্তমানে যুবতী এবং গৃহবধূদের গাঁজা-পাচারের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হচ্ছে। কারণ এদেরকে নিরাপত্তা কর্মীরা সচরাচর সন্দেহ করে না। এখন দেখার যুবতীদের জিজ্ঞাসাবাদ করে অন্যান্য অভিযুক্তদের কতটা জালে তুলতে সক্ষম হয় পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow