বামুটিয়ার জলিলপুর থেকে দুর্গা বাড়ি পর্যন্ত ৩ দশকের পুরানো বেহাল রাস্তা নির্মাণ কাজ শুরু

Apr 28, 2025 - 01:06
Apr 30, 2025 - 23:38
 0  83
বামুটিয়ার জলিলপুর থেকে দুর্গা বাড়ি পর্যন্ত ৩ দশকের পুরানো বেহাল রাস্তা নির্মাণ কাজ শুরু

দ্যা ফ্যাক্ট :- দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত বেহাল অবস্থায় পরিণত হওয়ার রাস্তা নতুনভাবে নির্মাণ করার কাজ শুরু হয়েছে। বাবুটিয়ার জলিলপুর থেকে দুর্গা বাড়ির যাওয়ার এই রাস্তাটি নতুনভাবে নির্মাণ করার জন্য সম্প্রতি রাজ্যপালের নিকট দাবি জানিয়েছিল স্থানীয়রা। তার পরই শুরু হয় রাস্তা নির্মাণের প্রক্রিয়া। রবিবার নির্মাণ কাজ পরিদর্শন করলেন বিধায়ক উন্নয়ন সরকার। 

       বামুটিয়া বাজার সংলগ্ন জলিলপুর এলাকা হয়ে ভাগলপুর পর্যন্ত রাস্তাটি প্রায় ৩০ বছর যাবত কোন ধরনের মেরামতি না হওয়ায় যাতায়াতের জন্য চরম সমস্যার মুখে পড়েছিল স্থানীয় জনতা। বহু দাবির পর ভাগলপুর থেকে দুর্গা বাড়ি পর্যন্ত রাস্তার নতুন ভাবে নির্মাণ করা হয় প্রায় এক বছর পূর্বে। কিন্তু তারপর আবার কাজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি ভাগলপুর গ্রামে পরিদর্শনে এসেছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস এবং স্থানীয় জনগণ রাজ্যপালের নিকট দাবি জানিয়েছিলেন এই রাস্তাটি নতুন ভাবে নির্মাণ করার জন্য। এই দাবি প্রেক্ষিতে রাজ্যপাল আশ্বাস দিয়েছিলেন উনার তরফ থেকে রাস্তাটি নির্মাণ কাজ শুরু করার জন্য সমস্ত সহায়তা করা হবে। হয়েছেও তাই। শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ। রবিবার এই নির্মাণ কাজ পরিদর্শন করলেন বিধায়ক নয়ন সরকার। তিনি বলেন এই এলাকা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর বিধানসভার অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে এই রাস্তাটি নির্মাণ করার জন্য দাবি উত্থাপন করেছেন তিনি। বর্তমানে দপ্তর রাস্তাটি নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করায় দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক নয়ন সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow