খারিফ মরশুমে দানা জাতীয় শস্যের ভারী উৎপাদন নিয়ে নতুননগরে প্রশিক্ষণ কর্মসূচি
এই মরশুমে ধানের পাশাপাশি বাজরা জাতীয় ফসল উৎপাদনে পরামর্শ কৃষি আধিকারিকদের
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-দীর্ঘ খরার পর বর্ষার দেখা মিললো কৃষকের জমিতে। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। গোটা খারিফ মরশুমে যে ধরনের দানাশস্য জাতীয় ফসল চাষ করা সম্ভব তা নিয়ে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত নতুননগর কৃষক বন্ধুকেন্দ্রে এলাকার চাষীদের দেওয়া হয় প্রশিক্ষণ। খারিফ মরসুমকে কাজে লাগিয়ে কৃষকেরা যাতে সঠিক পদ্ধতি অবলম্বনে দানা জাতীয় শস্য চাষ করতে পারেন তার জন্যই ছিল রবিবারের এই প্রশিক্ষণ কর্মসূচি।
এক ঝটকায় রাতারাতি কৃষি ও কৃষকদের প্রচলিত প্রথাকে পরিবর্তন করতে চাইছে না কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুক্ত করা হচ্ছে নতুন প্রযুক্তি ও উন্নত চিন্তাধারা। যার মধ্য দিয়ে কৃষকের মাঠে উৎপাদিত হতে শুরু করেছে অধিক পরিমাণে ফসল।
এই উদ্যোগ নতুননগর কৃষি সেক্টর এলাকায় ছড়িয়ে দিতে এলাকার চাষীদের দেওয়া হয় প্রশিক্ষণ। খারিফ মরশুমে ধান চাষের পাশাপাশি বাজরা, ভুট্টা এবং অন্যান্য যে কোন দানা জাতীয় শস্য কিভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে চাষ করা যায় তারই প্রশিক্ষণ দেয়া হয় কৃষকদের। এই দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পশ্চিম জেলার উপ-অধীকর্তা ডঃ উত্তম সাহা, বামুটিয়া কৃষি মহকুমার এগ্রি সুপারিনটেন্ডেন্ট রাজু রবিদাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?