সিধু কানহ-র শহীদ দিবস উপলক্ষে ব্রহ্মকুণ্ড চা বাগানে ১৬৮ তম হোল দিবস উদযাপন

হোল দিবসে শহীদদের শ্রদ্ধাঞ্জলি ব্রহ্মকুণ্ডুতে

Jul 1, 2023 - 03:58
 0  37
সিধু কানহ-র শহীদ দিবস উপলক্ষে ব্রহ্মকুণ্ড চা বাগানে ১৬৮ তম হোল দিবস উদযাপন

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সিধু ও কানহ-র শহীদ দিবসে  ১৬৮ তম হোল দিবস উদযাপিত হয়। সিমনা বিধানসভার ব্রহ্মকুণ্ড চা বাগানের মেলা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এই দিনটি।
                     ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং জমিদারি প্রথার বিরুদ্ধে গর্জে উঠা হাজার হাজার নামের মধ্যে অন্যতম সিধু ও কানহ-র নাম। অত্যন্ত বীরত্বের সাথে ইংরেজ এবং জমিদারদের বিরুদ্ধে বুক উঁচিয়ে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন  ভারত মায়ের এই দুই সন্তান। সে সময় এই বিদ্রোহ গোষ্ঠীকে দমন করতে ইংরেজরা ভারতের প্রথম কামান ব্যবহার করেছিল। কিন্তু তাতে সফলতা পায়নি ইংরেজ এবং জমিদারেরা। সেই থেকেই এই দুই বীর যোদ্ধার শহীদ দিবসকে হোল দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। ত্রিপুরা ঝাড়খন্ডি সমাজ উন্নয়ন সমিতি, অল আদিবাসী এসোসিয়েশন অফ ত্রিপুরা, মারাং বুরু ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে এই দিনটি উদযাপন করে। এদিন প্রথমে স্থানীয় লতামিয়া ময়দানে হোল দিবস উদযাপন করা হয়। এই দিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে দাবি তোলা হয়দাবি করা হয় হোল দিবসকে শহীদের মর্যাদা দিয়ে সরকারি ছুটি ঘোষণা করতে হবে, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস আরো বেশি করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে, ত্রিপুরার ঝাড়খন্ডি আদিবাসীদেরকে জমির পাট্টার প্রদান করতে হবে, ত্রিপুরা চা শ্রমিক দের মজুরি ৫০০ টাকা করতে হবে, আগরতলা ঝাড়খন্ডি আদিবাসীদের থাকার জন্য সরকারি আবাস স্থাপন করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার জন্য আদিবাসী ছাত্র-ছাত্রীদের আবাসিক বিদ্যালয় স্থাপন করা। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্য থেকেও অতিথিরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow