তিনদিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ

তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুণ্ড মেলা কমিটির উদ্যোগে তিনদিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলার শুভ সূচনা হয়ে গেল।

Nov 15, 2024 - 23:35
 0  23
তিনদিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ
প্রদীপ প্রজ্বলন করে ব্রহ্মকুণ্ডু মেলার উদ্বোধন করছেন অতিথিরা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- রাস পূর্ণিমা তিথিতে তিন দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা ও প্রদর্শনের সূচনা হয়েছে শুক্রবার। প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ ভিড় জমিয়েছিলেন মেলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলন করে মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি এবং টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।

রাস পূর্ণিমা উপলক্ষে সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত ব্রহ্মকুণ্ডে ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছে শুক্রবার। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করেছেন জেলা সভাধিপতি বলাই গোস্বামী এবং টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা।

এদিন মেলার উদ্বোধন করে জেলা সভাধিপতি বলেন, এই মেলা প্রাঙ্গণকে সুন্দরভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই পর্যটন দপ্তর থেকে ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। এই মেলার ঐতিহ্যকে আরও সুন্দরভাবে পর্যটকদের সামনে উপস্থাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইএম রবীন্দ্র দেববর্মা বলেন, এলাকায় শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে হবে। একইভাবে, এই মেলাতে যারা দায়িত্বে রয়েছেন, প্রত্যেকে যত্ন সহকারে নিজ নিজ দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন তিনি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, সরকার ইতিমধ্যেই এলাকার এবং মেলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। প্রয়োজন সকলের সম্মিলিত সহযোগিতা। আগামী দিনে এই মেলাকে কেন্দ্র করে একটি বড় ধরনের পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন বৃষকেতু দেববর্মা।পরবর্তী সময়ে মেলা পরিদর্শন করার পাশাপাশি অতিথিরা বিভিন্ন দপ্তরের স্টলগুলোও পরিদর্শন করেছেন।

তবে, এদিন মেলাকে কেন্দ্র করে বাইক পার্কিং নিয়ে বিরক্ত হয়েছেন পুনার্থীরা। বাইক পার্কিং বাবদ নেওয়া হচ্ছে কুড়ি টাকা। যে জায়গায় পার্কিং ব্যবস্থা করা হয়েছে সেখানে যাতায়াতের সুব্যবস্থা নেই। ধান জমিতে পার্কিং ব্যবস্থা করায় নরম মাটির উপর বাইকের স্ট্যান্ড বাইকের ওজন বহন করতে পারছে না। পাশাপাশি, বাইক পার্কিং বাবদ ২০ টাকা দেওয়ার ক্ষেত্রে অনেকেই অনীহা প্রকাশ করেছেন এদিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow