মাতারবাড়ি পেড়া এবং রিগ্নাই পেল জিয়াই ট্যাগ, গর্বিত ত্রিপুরা
কুইন আনারসের পর এবার দুটি ক্ষেত্রেই জিআই ট্যাগ পেল ত্রিপুরা।
দ্যা ফ্যাক্ট:- জিআই ট্যাগ পেল রাজ্যের মাতাবাড়ির পেড়া এবং উপজাতিদের রিগনাই। রবিবার এই তথ্য সামনে এসেছে। ত্রিপুরার মাতাবাড়ির পেড়ার গোটা দেশে সুনাম রয়েছে। এমনকি বিদেশ থেকে আসা পর্যটকরা মাতা বাড়িতে গিয়ে এই পেড়ার স্বাদ আশ্বাদন করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। পাশাপাশি রাজ্যের উপজাতি সম্প্রদায়ের মানুষ নিজ হাতে যে রিগ্নাই প্রস্তুত করেন তার শৈল্পিক কলা কৌশল মুগ্ধ করেছে বহু মানুষকে। গোটা ভারতবর্ষের মধ্যে মাতাবাড়ির পেড়া এবং রিগ্নাই যথেষ্ট সুনাম এবং প্রশংসা অর্জন করেছে। নিয়ম অনুযায়ী এই জিআই ট্যাগ প্রদান করে সিজিপিডিটিএম নামক সরকারি সংস্থা। এটি কেন্দ্রীয় বাণিজ্য দপ্তরের অধীন পরিচালিত। যে বিষয়বস্তুতে যে অঞ্চলের বিশেষত্ব রয়েছে তাঁর উপর গুরুত্ব দিয়ে এই জিআই ট্যাগ প্রদান করা হয়। ফলে আগামী দিনে মাতাবাড়ির পেড়া এবং রিগ্নাই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রপ্তানি করার ক্ষেত্রে দারুন সুযোগ গড়ে উঠবে। পাশাপাশি এই দুটি শিল্পকে কেন্দ্র করে বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবে এই শিল্পের সাথে জড়িত মানুষরা। রাজ্যের কুইন আনারস জিআই ট্যাগ পাওয়ার পর একসাথে দুটি ক্ষেত্রে এই জিআই ট্যাগ রাজ্যবাসীর কাছে এক দারুণ গর্বের মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে।
What's Your Reaction?