কংগ্রেস দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি পরিবর্তন, প্রতিবাদে পদ ছাড়লেন প্রশান্ত

নেতা পরিবর্তন, প্রতিবাদের আগুন রাজ্য কংগ্রেসের অন্দরে

Jun 18, 2023 - 16:58
 0  90
কংগ্রেস দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি পরিবর্তন, প্রতিবাদে পদ ছাড়লেন প্রশান্ত

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে আশিস কুমার সাহাকে দায়িত্ব দিল এআইসিসি। শনিবার এই খবর আগরতলায় প্রকাশিত হতেই বিরোধের সুর চড়ালো দলীয় নেতৃত্ব। প্রতিবাদে পদ ছাড়লেন দলের রাজ্য মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য। 

                  ২০২৩ নির্বাচনের আগেই বিজেপি থেকে দল ত্যাগ করে আশিস কুমার সাহা কংগ্রেসে যোগদান করেছিলেন। উপনির্বাচনে এবং ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ডঃ মানিক সাহার কাছে পরপর দু-বার পরাজিত হয়েছেন তিনি। এছাড়াও পূর্বে তিনবার এক দল ছেড়ে অন্য দলে গিয়েছিলেন শ্রী সাহা। এত সবকিছুর পরেও অনেকটা আগ বাড়িয়েই কংগ্রেস দলের রাজ্য সভাপতির জন্য আশিস কুমার সাহার উপরই ভরসা রাখলো এআইসিসি। দলীয় হাই-কমান্ডের এই সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বরা মেনে নিতে পারেনি তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। দলের দীর্ঘদিনের পোর খাওয়া নেতা তথা এআইসিসি-র রাজ্য প্রতিনিধি প্রশান্ত ভট্টাচার্য আশিস কুমার সাহাকে দলীয় সভাপতির দায়িত্বভার দেওয়ার প্রতিবাদে সমস্ত পদ ছেড়েছেন বলে সামাজিক মাধ্যমে দাবি করেছেন। উনার অভিযোগ যে ব্যক্তি তিনবার দলবদল করেছে উনাকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে দলের দীর্ঘদিনের সুযোগ্য এবং দক্ষ নেতৃত্বকে বঞ্চিত করেছে রাহুল সোনিয়ারা। এখন দেখার দলীয় প্রতিবাদের আগুন আগামী দিনে কোনদিকে মোড় নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow