দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর ইচ্ছায় আমন্ত্রিত দেশের কৃষকরা
স্বাধীন ভারতে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রিত কৃষকরা, ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে
দ্যা ফ্যাক্ট :- দিল্লির কর্তব্যপথে ( রাজপথ) প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে দেশের কৃষকদের আমন্ত্রণ জানিয়ে নজির গরলেন প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতে এই প্রথম দেশের কৃষকদের আমন্ত্রণ জানানো হয় প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে। ইতিপূর্বে বিদেশীরা এই কর্মসূচিতে আমন্ত্রিত হলেও দেশের মূল চালিকাশক্তি কৃষকরা আমন্ত্রণ পায়নি কখনোই। রাজ্যের ১০ জন সহ গোটা দেশ থেকে ৮০০ জন কৃষক উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।
দেশের প্রজাতন্ত্র দিবসের এমন কোন অনুষ্ঠান হয়তোবা নেই যেখানে কৃষকদের নিয়ে আলোচনা হয়নি। লিখিত এবং অলিখিত ভাবে দেশের অর্থনীতির চাকা হিসেবে গণ্য করা হয় কৃষকদের। দেশের প্রতিষ্ঠিত কৃষক থেকে ক্ষুদ্র কৃষক নিজ নিজ সাধ্যমতে ফসল উৎপাদনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা নিচ্ছে। এই কৃষকদের দেশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কখনোই আমন্ত্রণ জানানো হয়নি।এটা অত্যন্ত পরিতাপের ছিল। এত বছর পর এই বিষয়টি উপলব্ধি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইচ্ছা প্রকাশ করেন প্রজাতন্ত্র দিবসে দেশের সমস্ত রাজ্য থেকে কৃষকদের আমন্ত্রণ জানানোর। একজন প্রধানমন্ত্রীর এই ধরনের সিদ্ধান্তে পরিষ্কার বর্তমানে দেশের কৃষকদের অবস্থান আজ কোন জায়গায়। সেই মোতাবেক উদ্যোগ নেওয়া হয় সমস্ত রাজ্য থেকে প্রগতিশীল কৃষকদের নামের তালিকা তৈরি করার। দিল্লির নির্দেশ মোতাবেক ত্রিপুরা থেকেও ১০ জন প্রগতিশীল কৃষকদের নামে তালিকা পাঠানো হয় দিল্লিতে। কৃষকরা হলেন ১) প্রসেনজিৎ দাস (নর্থ ত্রিপুরা) ২) কৃষ্ণ দাস (ঊনকোটি) ৩)ভারত দেববর্মা (ধলাই) ৪) চঞ্চল দেববর্মা (খোয়াই) ৫)সুমন মহালনবীশ (পশ্চিম ত্রিপুরা) ৬) শ্যামল দেবনাথ (পশ্চিম ত্রিপুরা) ৭) অমরচান সরকার(পশ্চিম ত্রিপুরা ) ৮) কবির হোসেন(সিপাহী জলা) ৯) বিপ্লব দাস (গোমতী) ১০) প্রবীর কুমার দাস(দক্ষিণ ত্রিপুরা)। যথারীতি ত্রিপুরা সহ সারা ভারত বর্ষ থেকে মোট ৮০০ জন কৃষক আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছিলেন দিল্লিতে। শুধু কৃষকরাই নয়। আমন্ত্রিত এবং উপস্থিত ছিলেন কৃষকদের সহধর্মীনেরাও।দুই দিন দিল্লির আইসিএআরে অনুষ্ঠিত সেমিনারে অংশ নিয়েছিল কৃষকরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। পরবর্তী সময়ে রাজ্যের কৃষকদের উন্নত মানের ফল, সবজি এবং বিভিন্ন শস্য চাষবাসের সাথে পরিচয় করানো হয় দিল্লি আইসিএআরে।
২৬ শে জানুয়ারির সকালে কর্তব্য পথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিদের পাশে দর্শক হিসেবে উপস্থিত ছিল দেশের কৃষকরা।এযেন দীর্ঘ বছরের অপেক্ষার অবসান। রাজ্যের কৃষকদের দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য লিয়েসন অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন সহধিকতা সুব্রত দেবনাথ ও সহজিকর্তা ডঃ দেবব্রত পাল। রাজ্যে ফিরে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষকদের যে সম্মান প্রদান করা হয়েছে তাকে কেন্দ্র করে ধন্যবাদ জ্ঞাপন করলেন রাজ্যের কৃষকরা।
What's Your Reaction?