তেলিয়ামোড়ায় রহস্যজনক মৃত্যু বন্যহাতির, উধাও দাঁত
তেলিয়ামুড়া মহকুমার ডিম পাড়া রেললাইন সংলগ্ন স্থান থেকে উদ্ধার বন্য হাতির দেহ। তদন্ত শুরু করেছে স্থানীয় বনদপ্তরের কর্মীরা।
দ্যা ফ্যাক্ট:- রহস্যজনকভাবে মৃত্যু একটি বন্য হাতির। মৃত হাতির দেহ থেকে উধাও একটি মূল্যবান দাঁত। ঘটনাটি সংঘটিত হয়েছে, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডি এম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায়। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে সঞ্চাল্য ছড়ায় এলাকা জুড়ে। প্রশ্ন উঠছে এটি নিছক দুর্ঘটনা নাকি বনদস্যুদের দ্বারা সংঘটিত হয়েছে ঘটনা।
তেলিয়ামুড়া মহকুমা এলাকার বিভিন্ন অঞ্চলে বন্য হাতির বিচরণ এখনো বর্তমান। রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার জন্য যে অঞ্চল দিয়ে রেল লাইন করা হয়েছে সে সমস্ত এলাকা দিয়েও বন্য হাতির চলাফেরা রয়েছে। শনিবার ডি এম পাড়া এলাকায় রেললাইন সংলগ্ন স্থানে একটি মৃত হাতির দেহ উদ্ধার হয়েছে। ঘটনা স্হলে পৌঁছায় স্থানীয় বনদপ্তরের আধিকারিকরা। ভিড় করে এলাকার মানুষ। বনকর্মীরা এসে দেখতে পান বন্যহাতিটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু একটি দাঁত উধাও হয়ে গেছে। স্থানীয়দের দাবি রেলের ধাক্কায় এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে। তবে হাতির দাঁত গায়েব হওয়াকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে এই ঘটনার পেছনে কোন অবৈধ শিকারীদের হস্তক্ষেপ নিইতো?
What's Your Reaction?