কৃষি কলেজ ও নাবার্ডের যৌথ উদ্যোগে পেঁয়াজ চাষে প্রশিক্ষণ এবং সহযোগিতা প্রদান

পেঁয়াজ চাষ বিকল্প আয়ের মুখ দেখাবে কৃষকদের

Sep 3, 2023 - 11:23
 0  87
কৃষি কলেজ ও নাবার্ডের যৌথ উদ্যোগে পেঁয়াজ চাষে প্রশিক্ষণ এবং সহযোগিতা প্রদান

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-কৃষি কলেজ এবং নাবার্ডের যৌথ উদ্যোগে খারিফ মৌসুমে পেঁয়াজ চাষের উপর প্রশিক্ষণ এবং বীজ সমেত বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। শনিবার বেড়ীমুড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষকের জমিতে পেঁয়াজ রোপন করে হাতে-কলমে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয় পেঁয়াজ চাষের ক্ষেত্রে।

                    প্রায় এক বছর যাবত কৃষি কলেজ পেঁয়াজ চাষ নিয়ে কাজ করছে। কলেজের সহকারী অধ্যাপক ডক্টর ত্রিদিপ ভট্টাচার্যের তত্ত্বাবধানে পেঁয়াজ চাষের উপর রিসার্চ এবং প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত হয়ে আসছে। শনিবার বেড়ীমুড়ায় অনুষ্ঠিত পেয়াজ চাষের ওপর প্রশিক্ষণ কর্মসূচিতে কৃষি কলেজের অধ্যক্ষ তপন কুমার মাইতি বলেন ইতিমধ্যেই ত্রিপুরাতে পেঁয়াজ চাষ হয় তা প্রমাণিত। এখন শুধুমাত্র কৃষকরা এগিয়ে এসে এই অর্থকরী ফসল উৎপাদনে ভূমিকা নিতে হবে। তাহলেই অধিক মুনাফা সম্পন্ন এই ফসল বাড়তি আয় জোগাবে রাজ্যের কৃষকদের। তিনি আরো বলেন বর্তমানে ১০০ টাকার পেঁয়াজ কিনতে হলে ৯০ টাকা চলে যাচ্ছে বাইরের রাজে। ১০ টাকা থাকছে রাজ্যে। এই ব্যাপক অর্থ বহিঃ রাজ্যে চলে যাওয়াটা আটকানো সম্ভব পেঁয়াজ চাষ শুরু করার মধ্য দিয়ে।

 অন্যদিকে নাবার্ডের জেনারেল ম্যানেজার লুকেন দাস বলেন প্রতিদিন যে খাবার খাওয়া হয় সে খাবার তালিকায় যথাসম্ভব রাজ্যের উৎপাদিত ফসল এবং শস্য রাখতে হবে। তাহলেই রাজ্যের টাকা রাজ্যেই থাকবে। তিনি আরো বলেন প্রতিবছর যে পরিমাণ অর্থ শুধুমাত্র পেয়াজ আমদানি করার ক্ষেত্রে ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে, তা আটকানো সম্ভব এই রাজ্যে পেঁয়াজ চাষ শুরু করার মধ্য দিয়ে। এই দিন পরবর্তী সময়ে কবিগুরু এফপিওর সদস্য তথা স্থানীয় কৃষকের জমিতে পেঁয়াজে বীজ রোপন করে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ বিভিন্ন কীটনাশক প্রদান করা হয় এদিন। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়ার এগ্রি সুপারেন্টেন রাজু রবিদাস, নাব্বার্ডের আধিকারিক সমেত অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow