কৃষকের উৎপাদিত ফসল কেঁটে নষ্ট করল দুষ্কৃতী, অভিযোগ নিতে পুলিশের টালবাহানা

পূর্ব শত্রুতার জেরে কৃষকের জমির ফসল কেঁটে ধ্বংস করে দিল দুষ্কৃতী।

May 12, 2024 - 02:09
May 12, 2024 - 04:04
 0  40
কৃষকের উৎপাদিত ফসল কেঁটে নষ্ট করল দুষ্কৃতী, অভিযোগ নিতে পুলিশের টালবাহানা
উৎপাদিত ফসল কেঁটে পূর্ব শত্রুতার রেশ মেটালো নিকটতীয়।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- পূর্ব শত্রুতার জেরে কৃষকের উৎপাদিত ফসল কেটে ধ্বংস করে দিল দুষ্কৃতী। ঘটনা বামুটিয়ার দক্ষিণ গাঙ্গুটিয়া এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক জানান নিকটআত্মীয় অভিজিৎ সরকার এই অপকর্ম সংঘটিত করেছে। এই বিষয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন তিনি। যদিও অভিযোগ লিপিবদ্ধ করেননি বামুটিয়াফাড়ির বড়বাবু।

                        পেশায় কৃষক রায়চরণ সরকার। বাড়ির পাশেই চাষ করেছিলেন শসার। সবে মাত্র বিক্রি শুরু হয়েছে। লক্ষ্য ছিল প্রায় ১ লক্ষ টাকা বিক্রি হবে শসা। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ হলো না। শুক্রবার গভীর রাতে উনার জমিতে হামলা করে নিকটাত্মীয় অভিজিৎ সরকার। অভিযুক্তের বাড়ি ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায়। সমস্ত শসা গাছ কেটে দিয়েছে অভিজিৎ। পাশাপাশি জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত সোলার পাম্পের প্যানেল বক্স ভেঙ্গে দিয়েছে অভিযুক্ত। রায়চরন সরকার বলেন উনার ছেলে রাতে ঘর থেকে বের হয়ে টর্চের আলোয় দেখতে পায় তাদের নিকট আত্মীয় অভিজিৎ সরকার শসা গাছ কাটছে। তাঁকে ধাওয়া করতেই সে বাইক নিয়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় তাঁর হেলমেট পড়ে গিয়েছে জমির পাশে। সোমবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। রায়চরণ সরকারের অভিযোগ করেন প্রায় মাস ছয়েক আগে অভিযুক্ত অভিজিৎ সরকার পরশ্রী সাথে ফষ্টিনষ্টি করার ক্ষেত্রে বাঁধা দিয়েছিলেন তিনি। এই বিষয়টি তখন পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। সেই সময় অভিজিৎ সরকার রায়চরনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বলে অভিযগ। সেই ঘটনার রেস ধরেই এদিন উনার উৎপাদিত ফসল ধ্বংস করে দেওয়ার পাশাপাশি সেচের পাম্পের যন্ত্রাংশ ভেঙ্গে দেওয়ার অভিযোগ অভিজিতের বিরুদ্ধে। এই বিষয়ে বামুডিয়া পুলিশ ফাঁড়িতে শনিবার সন্ধ্যায় লিখিত অভিযোগ করেছেন রায়চান সরকার। কিন্তু ফাঁড়ির বড়বাবু এন্থনি জমাতিয়া নসিহত দিয়েছেন বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ লিপিবদ্ধ করা হয় না। লেফুঙ্গা থানায় গিয়ে অভিযোগ করতে হবে। এই দিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ না করে পক্ষান্তরে অভিযুক্তকে বাঁচাবার চেষ্টা করার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow