মূল্যবৃদ্ধি ইসুতে মাঠে নেমে সুর চরালো CPI(M) বামুটিয়া অঞ্চল কমিটি, সরকারকে নিশানায় নিলেন বিধায়ক
মূল্যবৃদ্ধি রোধ এবং কর্মসংস্থানের দাবিতে কালীবাজারে সভা ও মিছিল বামেদের
দ্য ফ্যাক্ট ব্যুরো:-নিত্য প্রয়োজনীয় সামগ্রির দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে বামুটিয়ায় মাঠে নামলো সিপিআই (এম)। রবিবার বিকেলে সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে কালীবাজারে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে সরকারকে বিঁধলেন বিধায়ক নয়ন সরকার।
কালীবাজার স্থিত সিপিআই(এম) বাবুটিয়া অঞ্চল কমিটির কার্যালয় থেকে মিছিলের সূচনা হয় রবিবার। কালীবাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল। পরবর্তী সময়ে বাজার সভাতে মিলিত হয় সিপিআই(এম) কর্মী সমর্থকরা। এই সভাতে বক্তব্য রাখেন সিপিআই(এম) মোহনপুর মহাকুমা কমিটির সম্পাদক প্রণব দেববর্মা, উপস্থিত ছিলেন বামুটিয়া অঞ্চল সম্পাদক দীনেশ বিশ্বাস এবং অন্যান্যরা। বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার এদিন দ্রব্যমূলক বৃদ্ধিকে কেন্দ্র করে সরকারের ভূমিকায় তীব্র সমালোচনা করেন। তিনি বলেন মানুষ বেঁচে থাকার জন্য চাল, ডাল, তেলের উপর সরাসরি নির্ভর। অথচ এই খাদ্য সামগ্রী গুলোর লাফিয়ে লাফিয়ে মূল্যবৃদ্ধি হচ্ছে। কিন্তু সরকার তা রোধ করার ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
অন্যদিকে মানুষের জীবন দায়ী ওষুধগুলোর মূল্য যেহারে বাড়ছে তাতে করে আগামী দিনে ঔষধ খাওয়া মানুষের পক্ষে দুষ্কর হয়ে উঠেছে বলে অভিযোগ আনলেন বিধায়ক। এদিনের এই সভা থেকে দাবির তোলা হয় অতিসত্বর মূল্য বৃদ্ধি রোধ এবং বেকারদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক সরকার।
What's Your Reaction?