হাওড়া নদীতে বাড়লো জলের স্তর, আগরতলায় ভাঙলো অস্থায়ী সেতু

আগরতলায় হাওড়া নদীর উপর জলের স্রোতে ভেঙ্গে গেল অস্থায়ী বাঁশের সেতু কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিপাতের প্রভাবে আগরতলায় হাওরা নদীর উপর অস্থায়ীভাবে নির্মাণ করা বাসে সেতু ভাই সেগুলো জলের সাথে। দাবি উঠছে নির্মীয়মান সেতুর কাজ অতিসত্বর সমাপ্ত করার জন্য।

Apr 21, 2025 - 23:59
Apr 22, 2025 - 00:44
 0  16
হাওড়া নদীতে বাড়লো জলের স্তর, আগরতলায় ভাঙলো অস্থায়ী সেতু
আগরতলায় উত্তর জয়নগর থেকে দক্ষিণ জয়নগর যাতায়াতের জন্য হাওড়া নদীর উপর অস্থায়ী বাঁশের সেতু ভেসে গেল জলে্য স্রোতে।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- হাওরা নদীতে জলের স্তর বৃদ্ধি পেয়ে উত্তর জয়নগর থেকে দক্ষিণ জনগণ যাতায়াতের অস্থায়ী বাঁশের সেতু ভেঙ্গে গেল। সোমবার সকালে এবং রবিবার রাতে বৃষ্টিপাতের প্রভাবে বৃদ্ধি পেয়েছে হাওড়া নদীতে জলের স্তর। অন্যদিকে প্রায় ছয় মাস আগে এই এলাকায় পাকা সেতু নির্মাণের কাজ শুরু হলেও সমাপ্ত হয়নি নির্মাণ কাজ।

কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিপাতের ফলে হাওড়া নদীতে জলের স্তর বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব দেখা গেছে আগরতলা শহরে। নদীর জল বৃদ্ধি পাওয়ায় আগরতলায় হাওড়া নদীর তীরবর্তী অঞ্চলে জল অনেকটাই ঊর্ধমুখী পরিলক্ষিত হয়েছে। এরই মধ্যে দক্ষিণ এবং উত্তর জয়নগর এলাকার মধ্যে যোগাযোগের জন্য হাওড়া নদীর ওপর অস্থায়ী বাঁশের সেতু জলের স্রোতে ভেঙ্গে গেল। প্রায় ছয় মাস পূর্বে এই এলাকায় স্থায়ী সেতু নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছে দপ্তর। কিন্তু এখন পর্যন্ত সেই কাজ সমাপ্ত হয়নি। বর্তমানে অস্থায়ী বাসের সেতু ভেঙ্গে যাওয়ায় অনেকটাই ঘুর পথে এলাকার মানুষকে যাতায়াত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি অতিসত্বর স্থায়ী পাকা সেতু নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য দাবি উঠেছে স্থানীয়দের তরফে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow