বামুটিয়ায় ৩০ বছরের পুরানো রাস্তা মেরামতের উদ্যোগ, জিওট্যেগিং করল BSF

সম্প্রতি রাজ্যপাল সীমান্ত এলাকা পরিদর্শনের পর ভাগলপুর থেকে বামুটিয়া পর্যন্ত বর্ডার রোড মেরামতের উদ্যোগ গৃহীত। শুক্রবার বিধায়ককে সাথে নিয়ে গোটা রাস্তা জিওট্যেগিং করলো বিএসএফ।

Mar 7, 2025 - 23:47
 0  3
বামুটিয়ায় ৩০ বছরের পুরানো রাস্তা মেরামতের উদ্যোগ, জিওট্যেগিং করল BSF
বামুটিয়ার সীমান্তবর্তী অঞ্চলের দীর্ঘদিনের বেহাল রাস্তা মেরামতের উদ্যোগ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার জলিলপুর থেকে ভাগলপুর পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া রাস্তাটি নির্মাণের পর মেরামতের অভাবে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। শুক্রবার সীমান্ত রক্ষী বাহিনী গোটা রাস্তাটিকে জিওট্যেগিং করে। জানা গেছে পুনরায় এই রাস্তাটি মেরামতির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এই দিন সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন মামুটিয়ার বিধায়ক নয়ন সরকার।

প্রায় ৩০ বছর পূর্বে প্রথম বামুটিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত এলাকায় পিচের রাস্তা নির্মাণ করা হয়। দুটি পর্যায়ে গ্রিপ কোম্পানি এই রাস্তাটি নির্মাণ করে। তারপরে ত্রিপুরা থেকে বিদায় নেয় গ্রিপ কোম্পানী। সেই থেকে আজ পর্যন্ত এই রাস্তাটি মেরামত হয়নি। ২০১৮ সালে কৃষ্ণ ধন দাস বিধায়ক হওয়ার পর এই রাস্তাটি নির্মাণ করার জন্য দৌড়ঝাঁপ করেন। অবশেষে ২০২৪ সালে নড়সিগড় থেকে দুর্গাবাড়ি মেলা প্রাঙ্গণ পর্যন্ত রাস্তাটি পুনরায় নির্মাণ করা হয়। কিন্তু বাকি অংশের কাজ হয়নি। সম্প্রতি ভাগলপুর এলাকা পরিদর্শনে এসেছিলেন রাজ্যপাল। তখন রাজ্যপালের নিকট এই রাস্তাটি নির্মাণ করার জন্য দাবি জানান স্থানীয়রা। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আশ্বাস দিয়েছিলেন এই রাস্তাটি নির্মাণ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সাথে কথা বলবেন তিনি। অবশেষে শুক্রবার এই রাস্তাটি জিওট্যেগিং করেছে সীমান্ত রক্ষী বাহিনী। এতে উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। তিনি জানান বিধানসভার অধিবেশনে একাধিকবার এই রাস্তাটি মেরামতের দাবি উত্থাপন করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের চিঠি দিয়েছেন। এই রাস্তাটি মেরামত হলে বামুটিয়াবাসীর যাতায়াতে যথেষ্ট সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow