বক্সনগরে পৃষ্ঠা প্রমুখ এবং স্থানীয় নেতৃত্ব দের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, দলীয় প্রার্থীকে জয়ী করাতে ব্যাপক তৎপরতা
বক্সনগর আসনে পৃষ্ঠা প্রমুখদের দায়িত্ব বোঝে নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী। শনিবার উত্তর কলম চওড়ায় অনুষ্ঠিত পৃষ্ঠা প্রমোখদের নিয়ে এই সভাতে দলীয় প্রার্থীকে জয়ী করাতে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব বুঝে নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনকে জয়ী করানোর লক্ষ্যে দল ইতিমধ্যেই সমস্ত ধরনের কৌশল নিয়ে মাঠে নেমেছে। ২০১৮ নির্বাচনের পূর্বে পৃষ্ঠা প্রমোখদের উপর ভর করে দল কতটা সুবিধা পেয়েছিল তার প্রমাণ সরকার গঠনের মধ্য দিয়ে দেখেছে রাজ্য বিজেপি। বক্সনগর এবং ধনপুর এই দুই আসনে পৃষ্ঠা প্রমুখদের কোনভাবেই পেছনে রাখতে নারাজ দল। এই উদ্দেশ্যেই শনিবার উত্তর কলম চওড়া এলাকায় সমস্ত পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সাংগঠনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্জী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং অন্যান্যরা।
অন্যদিকে বক্সনগর বিজেপি দলের নির্বাচনে কার্যালয়ে স্হানিয় দলীয় নেতৃত্বদের নিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথেই দলের শক্তি,স্টেটেজি সহ বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। রীতিমতো বক্সনগর বিধানসভা কেন্দ্রকে নিজেদের দখলে আনতে সর্বশক্তি প্রয়োগ করেছে শাসকদল বিজেপি। যা নির্বাচনী প্রচার দেখে সহজেই ধারণা করা সম্ভব।
What's Your Reaction?