সাপ্তাহিক সংস্কৃতিক হাটের পথ চলা শুরু, উদ্বোধক মুখ্যমন্ত্রী
বাংলার সংস্কৃতি কৃষ্টি এবং ঐতিহ্যকে এক প্লাটফর্মে আনল বাংলা সংস্কৃতি বলয়
দ্যা ফ্যাক্ট:-বাংলা সংস্কৃতি বলয় আয়োজিত সাংস্কৃতিক সাপ্তাহিক হাটের উদ্বোধন হলো রবিবার। আনুষ্ঠানিকভাবে তাঁর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
আগরতলা সংলগ্ন নন্দনগরের সেনা পাড়াএলাকায় সাংস্কৃতিক আদান-প্রদানকে কেন্দ্র করে উদ্বোধন হয়ে গেল সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের। বেশ কিছুদিন যাবৎ সাংস্কৃতিক বলয় এই হাটকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছিল। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য, সৃষ্টিকে তুলে ধরা হয়েছে এই হাটে। আধুনিকতার যাতা কলে রীতিমতো হুমকির মুখে বাংলার সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য। সাপ্তাহিক সাংস্কৃতিক হাটে এই বিষয়গুলোকে একটা জায়গায় এনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এদিন উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন এইখানের না এলে গোটা পরিবেশ তিনি মিস করতেন। আমাদের পূর্বপুরুষরা আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি দিয়ে গেছে সেগুলোকে ভুললে চলবে না। যেইভাবে এই স্থানে আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পদ গুলো তুলে ধরা হয়েছে তাঁর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। এক সময় খালি গলায় বাংলার লোকসংগীতের সুরে হাতে হাত রাখলেন মুখ্যমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী খয়েরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল সহ গুণীজনেরা।
What's Your Reaction?